

গলে শ্রীলঙ্কার রোমাঞ্চকর জয়, ১০০তম টেস্ট জয়। আয়ারল্যান্ডকে ইনিংস ও ১০ রানের ব্যবধানে হারিয়েছে দিমুথ করুণারত্নের দল। ফলে ২-০’তে সিরিজ জিতে নিল স্বাগতিকরা। কুশল মেন্ডিসের হাতে সিরিজ সেরার পুরস্কার। ৭ উইকেট নেওয়া প্রবাথ জয়সুরিয়া হলেন ম্যান সেরা।
শ্রীলঙ্কায় প্রথমবারের মতো টেস্ট সিরিজ খেলতে এসে হোয়াইটওয়াশ হল আইরিশরা। বাংলাদেশে একমাত্র টেস্ট হারের পর শ্রীলঙ্কায় গিয়ে অ্যান্ডি বালবার্নির দল হার দেখল টানা দুই ম্যাচে।
আইরিশদের লজ্জার রেকর্ড উপহার দিয়ে শ্রীলঙ্কা তুলে নিল নিজেদের টেস্ট ইতিহাসের শততম জয়। পল স্টার্লিং ও কার্টিস ক্যামফারের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৪৯২ রান করে আয়ারল্যান্ড। জবাব দিতে নেমে ৩ উইকেটে ৭০৪ রানে ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা।
এতে প্রথম ইনিংস থেকে ২১২ রানের লিড পায় শ্রীলঙ্কা। পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২০২ রানে গুটিয়ে যায় আইরিশ ব্যাটিং লাইন।
নিশান মাদুশকা ও কুশল মেন্ডিসের ব্যাট থেকে আসে ডাবল সেঞ্চরি, এছাড়া সেঞ্চুরি আসে অধিনায়ক দিমুথ করুনারত্নে ও অ্যাঞ্জেলো ম্যাথিউসের ব্যাট থেকে। দুই ম্যাচের সিরিজ জুড়ে ৩৮৫ রান করা কুশল মেন্ডিস হয়েছেন সিরিজ সেরা।
শ্রীলংকার স্পিনার প্রবাথ জয়সুরিয়া দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট শিকার করে হয়েছেন ম্যাচ সেরা।