হুট করে দেশে ফিরতে হল লিটনকে

featured photo updated v 22
Vinkmag ad

আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) ২০২৩ এ কোলকাতা নাইট রাইডার্স (কেকেআর) শিবিরে ছিলেন লিটন দাস। তবে এখন অব্দি কেবল ১ ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন তিনি। লিটনের আইপিএল যাত্রা এখানেই শেষ হবার পথে। জরুরি ভিত্তিতে দেশে ফিরে আসতে হয়েছে লিটনকে। 

কোলকাতা নাইট রাইডার্স ফ্র‍্যাঞ্চাইজি নিশ্চিত করেছে যে ২৮ এপ্রিল বাংলাদেশে ফিরেছেন এই ডানহাতি উইকেটরক্ষক ব্যাটার।

কারণ হিসাবে দুইবারের চ্যাম্পিয়ন কেকেআর শিবির থেকে জানানো হয়েছে পারিবারিক মেডিকেল ইস্যু। লিটন দাসের এই কঠিন সময়ে তার ও তার পরিবারের প্রতি শুভকামনা জানিয়েছে তারা। 

ঠিক কি কারণে জরুরি ভিত্তিতে লিটন দাসকে দেশে ফিরতে হল তা এখনো জানা যায়নি। 

বিস্তারিত আসছে..

৯৭ প্রতিবেদক

Read Previous

পাকিস্তান দলে মিডল অর্ডার খুঁজে পাচ্ছেন না রশিদ লতিফ

Read Next

শ্রীলঙ্কার টেস্ট জয়ের সেঞ্চুরি

Total
0
Share