

১৯৭৩ সালে আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলা শুরু করে পাকিস্তান। ২০২৩ এ এসে ৯৪৯ তম ম্যাচ খেলা পাকিস্তান দেখা পেয়েছে ৫০০ তম জয়। ক্রিকেট ইতিহাসের ৩য় দল হিসাবে ৫০০ বা তার বেশি ম্যাচ জয়ের দেখা পেল ১৯৯২ বিশ্বকাপজয়ী দলটি।
১৯৭১ সাল থেকে ওয়ানডে খেলা শুরু করা অস্ট্রেলিয়া ৯৭৮ ম্যাচ খেলে জয় পেয়েছে ৫৯৪ ম্যাচে। ১৯৭৪ সালে যাত্রা শুরু করা ভারত ১০২৯ ম্যাচ খেলে জয় তুলে নিয়েছে ৫৩৯ ম্যাচে।
রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ১ম ওয়ানডে জিতে ৫০০ ওয়ানডে জয়ের ক্লাবে নাম লেখালো পাকিস্তান।
500 ODI wins and counting! ????????
A proud moment for Pakistan cricket as we celebrate this milestone.#PAKvNZ | #CricketMubarak pic.twitter.com/0wLx3jE24U
— Pakistan Cricket (@TheRealPCB) April 27, 2023
এখন অব্দি সবচেয়ে বেশি ওয়ানডে খেলেছে ভারত (১০২৯ টি)। দ্বিতীয় সর্বোচ্চ ৯৭৮ টি ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়া। ৯৪৯ ম্যাচ নিয়ে পাকিস্তানের অবস্থান ৩ এ। চারে থাকা শ্রীলঙ্কা খেলেছে ৮৮৩ ম্যাচ। ওয়েস্ট ইন্ডিজ খেলেছে ৮৫৪ টি ম্যাচ।
জয়ের সংখ্যাতেও সেরা তিনে আছে অস্ট্রেলিয়া, ভারত ও পাকিস্তান। জয়ের সংখ্যাতে ভারতের চেয়ে পিছিয়ে থাকলেও জয়ের শতাংশে এগিয়ে পাকিস্তান। ৫২.৬৮ শতাংশ ওয়ানডে জিতেছে পাকিস্তান, ভারত জিতেছে ৫২.৩৮ শতাংশ ম্যাচ।
5️⃣0️⃣0️⃣ ODI wins recorded ????????????#PAKvNZ | #CricketMubarak pic.twitter.com/hdDZp2NhDc
— Pakistan Cricket (@TheRealPCB) April 27, 2023
৬০.৭৩ শতাংশ ম্যাচ জিতেও অবশ্য সবার উপরে নয় সবচেয়ে বেশিবার বিশ্বকাপ জেতা অস্ট্রেলিয়া। ৬৫৪ ম্যাচের মধ্যে ৩৯৯ টিতেই জেতা দক্ষিণ আফ্রিকার জয়ের শতাংশ ৬১।
এছাড়া ১০০ এর বেশি ম্যাচ খেলা দলের মধ্যে আফগানিস্তানের জয়ের শতাংশ ৪৯.৬৪ (১৪১ ম্যাচে ৭০ জয়)। বাংলাদেশের ৩৬.৪৩ (৪০৯ ম্যাচে ১৪৯ জয়)। ইংল্যান্ডের ৫০.৩২ শতাংশ (৭৭৯ ম্যাচে ৩৯২ জয়)। আয়ারল্যান্ডের ৪০.৫৪ শতাংশ (১৮৫ ম্যাচে ৭৫ জয়)। কেনিয়ার ২৭.২৭ শতাংশ (১৫৪ ম্যাচে ৪২ জয়)। নেদারল্যান্ডসের ৩৩.০১ শতাংশ (১০৬ ম্যাচে ৩৫ জয়)। নিউজিল্যান্ডের ৪৬ শতাংশ (৮০০ ম্যাচে ৩৬৮ জয়)। স্কটল্যান্ডের ৪৩.১৫ শতাংশ (১৪৬ ম্যাচে ৬৩ জয়)। শ্রীলঙ্কার ৪৫.১৮ শতাংশ (৮৮৩ ম্যাচে ৩৯৯ জয়)। ওয়েস্ট ইন্ডিজের ৪৮.১২ শতাংশ (৮৫৪ ম্যাচে ৪১১ জয়)। জিম্বাবুয়ের ২৬.১১ শতাংশ (৫৫৯ ম্যাচে ১৪৬ জয়)।