

ভারত তো বটেই, ক্রিকেট ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার বলে বিবেচিত শচীন টেন্ডুলকার। এই ব্যাটিং কিংবদন্তির শহরে (মুম্বাই) এখন প্রাইম ব্যাংক-বিসিবি কম্বাইন্ড স্কুল ক্রিকেট দল। অনূর্ধ্ব-১৬ এই দল বাছাই করা হয়েছে প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটের গত মৌসুমের সেরা ক্রিকেটারদের নিয়ে।
নানা ধাপ পার করে দেশের ইতিহাসের প্রথম কম্বাইন্ড স্কুল দল হিসাবে আজ তারা খেলতে নেমেছে শচীন টেন্ডুলকার জিমখানা মাঠে। এই মাঠে আজ থেকে শুরু হওয়া প্রথম তিনদিনের ম্যাচ ছাড়াও আরও এক তিনদিনের ম্যাচ ও ৩ টি ওয়ানডে খেলবে জাওয়াদ আবরারের দল।
মুম্বাই অনূর্ধ্ব-১৬ দলের বিপক্ষে প্রথম একদিনের ম্যাচে টসে হেরে আগে বোলিং করছে প্রাইম ব্যাংক-বিসিবি কম্বাইন্ড ক্রিকেট দল (অনূর্ধ্ব-১৬)।
প্রাইম ব্যাংক-বিসিবি কম্বাইন্ড ক্রিকেট দল (অনূর্ধ্ব১৬)-
জাওয়াদ আবরার, আজিজুল হাকিম তামিম, রিফাত বেগ, দেবাশীষ সরকার, কালাম সিদ্দিকী আলীন, তাওয়াফ মাশরাফি, আহসান আল মুমিন, তূর্্য সরকার, সামিউন বশির রাতুল, কায়েস রহমান কাবিব, ইয়াসির আরাফাত, শেখ ইমতিয়াজ শিহাব, মোঃ সবুজ, সামিউল ইসলাম শুভ, শাহরিয়া আল-আমিন, সঞ্জিত মজুমদার।
সফরসূচি-
প্রথম তিনদিনের ম্যাচ- ২৮-৩০ এপ্রিল, শচীন টেন্ডুলকার জিমখানা মাঠ
স্বিতীয় তিনদিনের ম্যাচ- ৩-৫ মে, শচীন টেন্ডুলকার জিমখানা মাঠ
প্রথম ওয়ানডে- ৮ মে, শচীন টেন্ডুলকার জিমখানা মাঠ
দ্বিতীয় ওয়ানডে- ৯ মে, শচীন টেন্ডুলকার জিমখানা মাঠ
তৃতীয় ওয়ানডে- ১১ মে, শচীন টেন্ডুলকার জিমখানা মাঠ।
ম্যাচটি সরাসরি দেখুনঃ