শ্রীলঙ্কায় জয়ের দিনেও বাঘিনীদের দুশ্চিন্তা বেড়েছে

শ্রীলঙ্কায় জয়ের দিনেও বাঘিনীদের দুশ্চিন্তা বেড়েছে
Vinkmag ad

দলের পক্ষে সর্বোচ্চ ৩২ রান ১০ নম্বরে নামা সুলতানা খাতুনের। দ্বিতীয় সর্বোচ্চ ১৭ রান আসে ৭ নম্বরে নামা রিতু মনির ব্যাটে। ৩য় সর্বোচ্চ ১৬ রান করে অপরাজিত থাকেন ১১ নম্বরে নামা জাহানারা আলম।

শ্রীলঙ্কা বোর্ড একাদশ দলের বিপক্ষে ব্যাট হাতে একেবারেই সুবিধা করে উঠতে পারেনি সফরকারী বাংলাদেশ নারী দল। ৩৮.১ ওভারে নিগার সুলতানা জ্যোতির দল অলআউট হয়েছে কেবল ১১৬ রানে।

২৯ এপ্রিল পি সারা ওভালে ১ম ওয়ানডের আগে আজ (২৭ এপ্রিল) কলম্বো ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশ। ব্যাটারদের ব্যর্থ হবার দিনে বোলারদের দাপুটে পারফরম্যান্স অবশ্য দলকে জিতিয়ে দিয়েছে।

৩৩.৪ ওভারে ৮৯ রানেই গুটিয়ে গেছে শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্টস একাদশ। ২৭ রানের জয় পেলেও ব্যাটারদের ব্যর্থতা নিশ্চিতভাবে বাঘিনীদের শিবিরে দুশ্চিন্তার কারণ হবে।

আগে ব্যাট করা বাংলাদেশের শুরু হয় মুর্শিদা খাতুনের (২) রান আউট দিয়ে। তিনে নামা সোবহানা মোস্তারি গোল্ডেন ডাকের স্বাদ পান। শামীমা সুলতানা ২০ বল খেলে এক বাউন্ডারি আদায় করলেও ৭ রানের বেশি করতে পারেননি।

চারে নেমে ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতি কোনমতে দুই অঙ্ক স্পর্শ করেন। ২৬ বলে ১ চারে তার সংগ্রহ ১১ রান। ফারজানা হক ৫ বল খেলে ১ রান করে ফিরলে ৩০ রানেই ৫ উইকেট হারায় বাংলাদেশ।

সেখান থেকে ১১৬ অব্দি বাংলাদেশ যেতে পারে লেজের ব্যাটারদের দৃঢ়তায়। রিতুমনি ৩১ বলে ১৭, সুলতানা খাতুন ৬০ বলে ৩২ ও জাহানারা আলম ৩৮ বলে ১৬* রান করেন।

জবাব দিতে নেমে বাঘিনীদের বোলিং তোপে পাত্তাই পায়নি স্বাগতিকরা। ১১৬ রানই যথেষ্ট হয়েছে নিগার সুলতানার দলের জন্য। ৩৩.৪ ওভারে তারা অলআউট হয়েছে ৮৯ রানে।

বাংলাদেশের পক্ষে ২২ রান খরচে ৪ উইকেট নেন ফাহিমা খাতুন। ২ টি করে শিকার দিশা বিশ্বাস ও নাহিদা আক্তারের। ১ টি উইকেটের দেখা পান ব্যাট হাতে ৩২ রান করে সুলতানা খাতুনও।

৯৭ ডেস্ক

Read Previous

আইপিএল শেষ সুন্দরের, সানরাইজার্সের রাডারে যেসব বিকল্প

Read Next

কয়েক ইঞ্চির হেরফেরে রেকর্ড হাতছাড়া, টিকে রইল ২৭ বছরের…

Total
0
Share