আইপিএল শেষ সুন্দরের, সানরাইজার্সের রাডারে যেসব বিকল্প

আইপিএল শেষ সুন্দরের, সানরাইজার্সের রাডারে যেসব বিকল্প
Vinkmag ad

আইপিএল ২০২৩ এ সময়টা ভালো যাচ্ছে না সানরাইজার্স হায়দ্রাবাদের। ৭ ম্যাচে মাত্র ২ জয়ে ৪ পয়েন্ট অর্জন করা দলটির অবস্থান পয়েন্ট তালিকার ৯ নম্বরে। এর মাঝেই বড় এক ধাক্কা খেলো তারা। ভারতীয় অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর ছিটকে গেলেন গোটা আইপিএল আসর থেকেই।

২৭ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যমে সানরাইজার্স হায়দ্রাবাদ জানায় ওয়াশিংটন সুন্দরের ছিটকে যাবার কথা।

তারা লেখে, ‘ইনজুরি আপডেট- ওয়াশিংটন সুন্দর হ্যামস্ট্রিং ইনজুরির কারণে আইপিএল ২০২৩ থেকে ছিটকে গেছেন। দ্রুত সুস্থ হয়ে ওঠো।’

ক্যারিয়ারজুড়ে বেশ কয়েকবার ইনজুরির সাথে লড়তে হয়েছে সুন্দরকে। সুন্দরকে হারিয়ে এখন বিকল্প খুঁজতে হচ্ছে সানরাইজার্সকে।

সেক্ষেত্রে তামিল নাড়ুতে সুন্দরের সতীর্থ সঞ্জয় যাদব হতে পারেন বিকল্প। গেলবার মুম্বাই ইন্ডিয়ান্স শিবিরের অংশ ছিলেন তিনি। জিতেছিলেন তামিল নাড়ু প্রিমিয়ার লিগ এর টুর্নামেন্ট সেরার পুরষ্কার।

এছাড়া তানুশ কোটিয়ান ও শ্রেয়াস গোপালও আছেন সুন্দরের শুন্যস্থান পূরণ করার দৌড়ে।

৯৭ ডেস্ক

Read Previous

বসে থাকা লিটনকে দেখে ভালো লাগে না সুজনের

Read Next

শ্রীলঙ্কায় জয়ের দিনেও বাঘিনীদের দুশ্চিন্তা বেড়েছে

Total
0
Share