বসে থাকা লিটনকে দেখে ভালো লাগে না সুজনের

লিটন দাস কেকেআর
Vinkmag ad

ক্রিকেটভক্তরা তো বটেই, দেশ-বিদেশের ক্রিকেট বিশারদ, ক্রিকেটাররাও বিভিন্ন সময়ে জানিয়েছেন লিটন দাসের ব্যাটিংয়ে মুগ্ধ হবার কথা। নান্দনিক সব শটে সবাইকে মোহাবিষ্ট করে রাখতে লিটন দাসের জুড়ি মেলা ভার। সাম্প্রতিক বছরগুলোতে পারফরম্যান্স দিয়েও সবার নজরে ছিলেন লিটন দাস। এবারের আইপিএলে প্রথমবারের মতো দল পাওয়াও ধারাবাহিকভাবে ভালো খেলার ফল। 

তবে এখন অব্দি আইপিএলে কেবল একটি ম্যাচে সুযোগ মিলেছে লিটনের। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচে ইশান্ত শর্মার প্রথম বলেই বাউন্ডারি হাঁকানো লিটন ফেরেন ঐ ৪ রান করেই। এরপর উইকেটের পেছনে গ্লাভস হাতে একাধিক সুযোগ হাতছাড়া করেন। এরপর আর সুযোগ মেলেনি একাদশে। 

লিটন দাসকে মাঠে খেলতে না দেখে, বসে থাকতে দেখে কষ্ট লাগছে খালেদ মাহমুদ সুজন। তবে মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সুজন আশাবাদ ব্যক্ত করেন যে সুযোগ পেলে ঠিকই নিজেকে মেলে ধরবেন লিটন। প্রথম ম্যাচ বলে একটু চাপে ছিলেন বলে মনে হয়েছে তার। 

সুজন বলেন, ‘হ্যাঁ, কষ্টের জায়গা (লিটনের ম্যাচ না পাওয়া) তো অবশ্যই। কারণ লিটন যেই মানের ক্রিকেটার… হয়তোবা ওর জন্য প্রেশার ম্যাচ ছিল, যত বড় ক্রিকেটারই হোক, আইপিএলে তার প্রথম ম্যাচ। ওর জন্য প্রেশারের ব্যাপার তো ছিলই। আশা করেছিলাম লিটন হয়তো আবার সুযোগ পাবে। আমি জানি সুযোগ পেলে নিজেকে ঠিকই মেলে ধরবে। সেই কোয়ালিটির ক্রিকেটারই।’

অনেকেই মনে করছেন বাংলাদেশের ক্রিকেটার বলেই লিটনরা বেশি সুযোগ পান না। সুজন অবশ্য এটা ভাবছেন না, বরং টিম কম্বিনেশন ইস্যুই সামনে আনেন তিনি।

সুজনের মতে, ‘তবে এটা বাংলাদেশের ক্রিকেটার বলেই কিনা, বা অন্য কোন কারণ কিনা তা আমি জানি না। টিম কম্বিনেশনের ব্যাপারটা আছে হয়তোবা। এখন যে ছেলেটা ওপেন করছে, লোকাল উইকেটরক্ষক। এজন্য তারা বাড়তি ফরেনার খেলাতে পারছে। এমন হতে পারে। আশা করি লিটন আবার সুযোগ পাবে এবং নিজেকে মেলে ধরতে পারবে।’

সুজন অবশ্য আশাবাদী হলেও দুঃখ আড়াল করেননি। লিটনকে না খেলতে দেখলে তার ভালো লাগে না বলে জানান তিনি। 

‘তবে হ্যাঁ, এটা তো কষ্টের জায়গা ই। লিটন বসে আছে এটা দেখতে ভালো লাগে না সত্যি কথা বলতে গেলে।’

৯৭ প্রতিবেদক

Read Previous

রিয়াদকে বিশ্বকাপে দেখছেন না সুজন, জানেন আফিফের বাদ পড়ার কারণ

Read Next

আইপিএল শেষ সুন্দরের, সানরাইজার্সের রাডারে যেসব বিকল্প

Total
0
Share