

অবশেষে টনক নড়েছে নির্বাচকদের। সবার চাওয়া মুমিনুল। আর সেটাই হতে যাচ্ছে।
গতকাল দুপুর থেকে শুরু করে আজ এখন পর্যন্ত বিসিবি পাড়া থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটাই নাম “মুমিনুল”
সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের দলেই ফিরছে মু্মিনুল। এতে দল থেকে বাদ পড়েছে প্রথম টেস্টের সেরা ১৪ জনের দলে থাকা মোসাদ্দেক হোসেন।
মোসাদ্দেককে বাদ দেয়ার পেছনে কারণ হিসেবে দেখানো হয়েছে তাঁর চোখের ইনজুরি।
চট্টগ্রামে কন্ডিশনিং ক্যাম্পে যাওয়ার দিন চোখে ব্যাথা পাওয়ায় সেখানেও যেতে পারেনি মোসাদ্দেক। তাঁরই সূত্র ধরে মোসাদ্দেককে বাদ দিয়ে দলে যায়গা করে দেয়া হয়েছে মুমিনুলকে।
Tags: মুমিনুল হক