আয়ারল্যান্ড সিরিজে থাকছেন তো লিটন!

এর চেয়ে ভালো খেলা যায় কিনা জানেন না লিটন

৯ থেকে ১৪ মে, ইংল্যান্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ দল। আইসিসি ওয়ার্ল্ড কাপ সুপার লিগের অংশ এই সিরিজ আয়ারল্যান্ডের জন্য মহা গুরুত্বপূর্ণ হলেও বাংলাদেশের জন্য তেমন নয়। কারণ আগেভাগেই সরাসরি বিশ্বকাপে সুযোগ পাওয়া নিশ্চিত হয়েছে টাইগারদের। এই সিরিজের জন্য পূর্বঘোষিত স্কোয়াডে লিটন দাসের নাম থাকলেও তার খেলা না খেলা নিয়ে ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন খালেদ মাহমুদ সুজন।

গণমাধ্যমের সঙ্গে আলাপে আজ খালেদ মাহমুদ সুজন জানান কোনভাবে যদি আয়ারল্যান্ড সিরিজ লিটন মিস করেন তবে তাকে মিস করবেন তিনি। তবে আইপিএলে যদি লিটন সেরা একাদশে থাকত তাহলে আপত্তি থাকত না সুজনের। সেখানে সুযোগ পাচ্ছে না দেখেই ক্লাব কিংবা জাতীয় দলে তাকে মিস করার কথা বলছেন সুজন।

আইপিএলে কোলকাতা নাইট রাইডার্সের একাধিক ম্যাচ হয়ে যাবার পর শিবিরে যোগ দেওয়ায় লিটন দাস কম সুযোগ পেয়েছেন বলে মনে করেন না সুজন। মিরপুরে গণমাধ্যমকর্মীদের আবাহনী লিমিটেডের কোচ জানালেন ক্লাবে তার সার্ভিস মিস করছেন তিনি। সেটা অত গুরুত্বপূর্ণ না হলেও জাতীয় দলে তাকে না পাওয়াটা হবে ক্রুশাল।

সুজন বলেন, ‘শুরু থেকে যায়নি বলে খেলাচ্ছে না এটা কোন কারণ না বলে আমি মনে করি। জেসন রয়ও তো পরে গেছে। ও যখন খেলতে গেছে তখন আমাদের ভালো লেগেছে, এটা বড় কিছুই। তবে যখন বসে থাকছে সেটা আমাদের জন্য ভালো কিছু না। কারণ ক্লাব লেভেলেও ওকে আমাদের দরকার ছিল, লিটনকে মিস করছি। ক্লাব তো অত গুরুত্বপূর্ণ জিনিস না।’

তিনি যোগ করেন, ‘সামনে আয়ারল্যান্ড সিরিজ আছে, সেখানে লিটন খেলবে কি খেলবে না… যদি আইপিএলে ম্যাচ খেলত তাহলেও একটা কথা থাকত যে না ও খেলছে। যদি না খেলে বসে থাকে তাহলে ডেফিনেটলি লিটনকে আমরা মিস করব যদি আয়ারল্যান্ড সিরিজটা লিটন মিস করে কোনভাবে।’

বাংলাদেশের বিপক্ষে আয়ারল্যান্ডের ম্যাচের সূচি-

১ম ওয়ানডে- ৯ মে, দ্য ক্লাউড কাউন্টি গ্রাউন্ড
২য় ওয়ানডে- ১২ মে, দ্য ক্লাউড কাউন্টি গ্রাউন্ড
৩য় ওয়ানডে- ১৪ মে, দ্য ক্লাউড কাউন্টি গ্রাউন্ড।

বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড:

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও মৃত্যুঞ্জয় চৌধুরী।

৯৭ প্রতিবেদক

Read Previous

ঝড়ো ইনিংস খেলা জেসন রয় পেলেন শাস্তি

Read Next

রিয়াদকে বিশ্বকাপে দেখছেন না সুজন, জানেন আফিফের বাদ পড়ার কারণ

Total
0
Share