ঝড়ো ইনিংস খেলা জেসন রয় পেলেন শাস্তি

ঝড়ো ইনিংস খেলা জেসন রয় পেলেন শাস্তি

আইপিএল ২০২৩ এ সময় ভালো যাচ্ছে না কোলকাতা নাইট রাইডার্স (কেকেআর) এর। প্রথম ম্যাচে হার দিয়ে শুরু করা কেকেআর পরের দুই ম্যাচ জিতলেও এরপর হারে টানা ৪ ম্যাচ। সর্বশেষ ম্যাচে অবশ্য আবার জয়ের মুখ দেখেছে দুইবারের চ্যাম্পিয়নরা। যেখানে ব্যাট হাতে বড় অবদান রেখেছেন ইংলিশ রিক্রুট জেসন রয়।

তবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে ঐ ম্যাচে ঘটা ঘটনার জেরে ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা গুনতে হয়েছে এই মারকুটে ওপেনারকে।

ব্যাঙ্গালোরকে হারানো ম্যাচে কোলকাতা স্কোরবোর্ডে ২০০ রান জমা করে। ওপেন করতে নেমে ২৯ বলে ৫৬ রানের ঝড়ো ইনিংস খেলেন জেসন রয়।

তবে এই ম্যাচে আইপিএলের কোড অব কন্ডাক্ট ভাঙেন রয়। যার জেরে ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা করা হয় তাকে।

আইপিএলের কোড অব কন্ডাক্টের ২.২ ভঙ্গ করা রয় লেভেল ১ এর নিয়ম লঙ্ঘনের জন্য পাওয়া শাস্তি মেনে নিয়েছেন।

লেভেল ১ এর অপরাধের জন্য কোড অব কন্ডাক্ট অনুযায়ী ম্যাচ রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত।

৯৭ ডেস্ক

Read Previous

আইপিএল দল মালিকের লোভনীয় প্রস্তাব, আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে…

Read Next

আয়ারল্যান্ড সিরিজে থাকছেন তো লিটন!

Total
0
Share