আইপিএল দল মালিকের লোভনীয় প্রস্তাব, আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে…

আইপিএল দল মালিকের লোভনীয় প্রস্তাব, আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে...
Vinkmag ad

ধারে-ভারে আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) এখন দুনিয়ার অন্য সব ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের চেয়ে যোজন যোজন এগিয়ে। এমনকি আইপিএল ব্র্যান্ড হিসাবে পাল্লা দিচ্ছে অন্য খেলার জনপ্রিয় লিগের সাথে। আইপিএলে খেলা ক্রিকেটারদের জন্য বড্ড লোভনীয়। সেটাকেই কাজে লাগাতে চাচ্ছে আইপিএল ফ্র্যাঞ্চাইজির মালিকরা।

আইপিএল দলের মালিকরা ইংল্যান্ডের অন্তত ৬ সেরা ক্রিকেটারকে আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দিয়ে বছর জুড়ে টি-টোয়েন্টি লিগে খেলার প্রস্তাব দিয়েছে। সেক্ষেত্রে উর্ধ্বে ৫ মিলিয়ন পাউন্ড বার্ষিক চুক্তিমূল্যও অফার করা হয়েছে। এমন খবরই প্রকাশ করেছে টাইমস লন্ডন।

বর্তমানে ১০ আইপিএল ফ্র্যাঞ্চাইজির সবারই অন্যান্য টি-টোয়েন্টি লিগে দল রয়েছে। ওয়েস্ট ইন্ডিজের সিপিএল (ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ), দক্ষিণ আফ্রিকার এসএ টি-টোয়েন্টি, সংযুক্ত আরব আমিরাতের গ্লোবাল টি-টোয়েন্টি লিগ এবং আসন্ন যুক্তরাষ্ট্রের মেজর লিগ টি-টোয়েন্টি। আসতে পারে সৌদি টি-টোয়েন্টি লিগ, সেখানেও থাকবে আইপিএল দলের ইনভেস্টমেন্ট।

টাইমস লন্ডনের রিপোর্টে অবশ্য বলা হয়নি ঠিক কোন কোন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটারদের লোভনীয় প্রস্তাব দিয়েছে। কোন ক্রিকেটারদের প্রস্তাব দেওয়া হয়েছে তাও প্রকাশ্যে আনেনি তারা।

রিপোর্টে বলা হয়, ‘প্রাথমিক আলোচনা হয়েছে, আন্তর্জাতিক তারকা সহ অন্তত ৬ ইংলিশ ক্রিকেটারদের আইপিএল দল মালিকরা প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাব মানলে ক্রিকেটারদের জন্য মূল চাকরিদাতা হবে আইপিএল দল, ইসিবি বা কোন কাউন্টি দল নয়।’

এমন যদি হয় তাহলে ক্রিকেটও হাটবে ফুটবলের পথে। যেখানে খেলোয়াড়রা ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ থাকে এবং তাদেরকে আন্তর্জাতিক ব্যস্ততায় ছেড়ে দেওয়া হয়।

রিপোর্ট মোতাবেক এই চুক্তি আলোর মুখ দেখতে পারে এই বছরান্তেই। টি-টোয়েন্টি ক্রিকেটই এখন ক্রিকেটের বড় বিজ্ঞাপন হয়ে উঠেছে, টি-টেন ক্রিকেটের জনপ্রিয়তাও বাড়ছে।

এদিকে আইসিসি বা ক্রিকেট বোর্ডগুলো ক্রিকেটারদের বৈশ্বিক লিগের সংখ্যা বেধে দিচ্ছে কোন কোন সময়। সেক্ষেত্রে এমন লোভনীয় প্রস্তাব পেলে অনেক তরুণ ক্রিকেটারই আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দিয়ে বা বোর্ডের কেন্দ্রীয় চুক্তি ফিরিয়ে দিয়ে ক্লাবনির্ভর ক্রিকেটার হয়ে যেতে পারে।

রিপোর্ট মোতাবেক কেবল ইংলিশ ক্রিকেটারদের সঙ্গেই নয়, অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের সঙ্গেও আলোচনা চলছে আইপিএল দল মালিকদের।

তারা লেখে, ‘আলোচনা হয়েছে বেশ কিছু অস্ট্রেলিয়ান হাই প্রোফাইল ক্রিকেটারদের সাথে, ফুল টাইম ডিল নিয়ে। বার্ষিক চুক্তিতে অর্থ থাকছে ২ মিলিয়ন পাউন্ড থেকে ৫ মিলিয়ন পাউন্ড। যা ইংল্যান্ডের কেন্দ্রীয় চুক্তির চেয়ে ৫ গুন বেশি!’

যারা কেবল সাদা বলের ক্রিকেট খেলে তারা একই সাথে দুই দিকের চুক্তিতেই আবদ্ধ হতে পারে।

৯৭ ডেস্ক

Read Previous

রোহিতের দুঃসময়, ‘বিশ্রাম’ নিতে বললেন গাভাস্কার

Read Next

ঝড়ো ইনিংস খেলা জেসন রয় পেলেন শাস্তি

Total
0
Share