
ইংল্যান্ডে আয়ারল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশ দল প্রস্তুতি নিবে সিলেটে। আজ তামিম ইকবালের দল তিন দিনের ক্যাম্পের জন্যে ঢাকা থেকে যাচ্ছে সিলেট।
অ্যাওয়ে কন্ডিশনের ফিল নিতে সিলেটকে আদর্শ ভেন্যু হিসেবে বেছে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। স্কোয়াডে থাকা ক্রিকেটারদের নিয়ে তিন দিনের এই ক্যাম্প শুরু আগামীকাল ২৭ এপ্রিল থেকে। ২৮ ও ২৯ এপ্রিল স্কিল ট্রেনিং করে সেদিন সন্ধ্যায় ফের ঢাকার বিমান ধরবে বাংলাদেশ দল।
আগামীকাল সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলবে টাইগারদের স্কিল প্র্যাক্টিস। পরেরদিন দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। আর শেষ দিন অর্থাৎ ২৯ এপ্রিল সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা অনুশীলন করে সন্ধ্যায় ঢাকা ফিরে আসবে দল।
এরপর তামিম ইকবালের দল আয়ারল্যান্ড উড়াল দেবে আগামী ১ মে। ইংল্যান্ডে পৌঁছাবে ২ তারিখে। ওয়ানডে সিরিজের আগে হবে একটি প্রস্তুতি ম্যাচ। ৫০ ওভারের এই ম্যাচে তামিম, মুশফিকদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড উলভস। ৫ মে আনঅফিসিয়াল ম্যাচটি ক্লোজডোর স্টেডিয়ামে খেলবে দুই দল।
৯ মে থেকে শুরু হওয়া ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের চেমসফোর্ডের ক্লাউড কাউন্টি গ্রাউন্ডে।
বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড:
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও মৃত্যুঞ্জয় চৌধুরী।
বাংলাদেশের বিপক্ষে আয়ারল্যান্ডের ম্যাচের সূচি-
১ম ওয়ানডে- ৯ মে, চেমসফোর্ড
২য় ওয়ানডে- ১২ মে, চেমসফোর্ড
৩য় ওয়ানডে- ১৪ মে, চেমসফোর্ড।