সর্বোচ্চ রান করে পয়েন্ট টেবিলের দুইয়ে গুজরাট টাইটান্স

সর্বোচ্চ রান করে পয়েন্ট টেবিলের দুইয়ে গুজরাট টাইটান্স
Vinkmag ad

ফ্রাঞ্চাইজিটির বয়স কেবল ২ বছর। তাতেই নিজেদের প্রথম আইপিএল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্বের পর এবছরও নিজেদের শক্তিমত্তার জানান দিচ্ছে দলটি। এর আগে গুজরাটের সর্বোচ্চ দলীয় স্কোর ছিল ২০৪। আজকের ম্যাচে নিজেদের রেকর্ডই ভেঙে মুম্বাইকে গুজরাট ২০৮ রানের লক্ষ্য বেঁধে দেয়।

আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় রোহিত শর্মা। নিজের করা দ্বিতীয় ওভারেই মুম্বাইয়ের জন্য সফলতা এনে দেন অর্জুন টেন্ডুলকার। ঋদ্ধিমান সাহা ফেরেন ৪ রানে।

তবে আরেক ওপেনার শুভমান গিল দেখেশুনে খেলে নিজের ফিফটি তুলে নেন। ৫৬ করে গিল আউট হলে মিডল অর্ডারে সুবিধা করতে পারে নি হার্দিক পান্ডে এবং বিজয় শঙ্কর।

তবে ফিনিশিংয়ে ডেভিড মিলার, অভিনব মনোহর এবং রাহুল তেবাটিয়ার ব্যাটিং তান্ডবে ম্যাচের সমীকরণ বদলে যায়। মনোহরের ৪২, মিলারের ৪৬ আর তেবাটিয়ার ৫ বল খেলে ৩ ছক্কায় করা ২০ রানে নিজেদের দলীয় সর্বোচ্চ ২০৭ রান তোলে গুজরাট টাইটান্স।

মুম্বাইয়ের বোলাররা শুরুতে গুজরাটকে চাপে রাখতে পারলেও শেষ পর্যন্ত সে ধারাবাহিকতা বজায় রাখতে পারে নি। পিযূস চাওলা ২টি উইকেট এবং বাকিসব বোলাররা ১টি উইকেট পেলেও, অলরাউন্ডার ক্যামেরুন গ্রীন ছিলেন উইকেটশূন্য।

মুম্বাই ২০০ রানের লক্ষ্যে খেলে অনেক ম্যাচ জিতেছে। তবে আজ তাদের ব্যাটিং ধরন দেখে মনে হয় নি খেলাটা জয়ের জন্য ছিল। দুই ওপেনারের একজনও উইকেটে থিতু হতে পারে নি। ক্যামেরুন গ্রীন খেলাটা চালিয়ে নিলেও তরুন আফগানিস্তান নুর আহমেদের বলে বোল্ড হন। মিডল অর্ডারে তিলক ভার্মা, টিম ডেভিডও স্পিনারদের বলে কাটা পড়েন।

ওয়ান ডাউন থেকে লোয়ার মিডল অর্ডারে নেমে কিছুটা হলেও ফায়দা হচ্ছে সুরিয়া কুমার যাদবের। তার আজকের ১২ বলে ২৩ রানের ইনিংস মন্দে ছিল না। তার সঙ্গী হয়ে আরেক ব্যাটার নেহাল ২১ বলে ৪০ করে বিদায় হন। শেষ পর্যন্ত ২০ ওভার পুরোটা খেলে মুম্বাই করে ৯ উইকেটে ১৫২।

গুজরাটের ম্যাচ জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে আফগানিস্তানের দুই স্পিনার রাশিদ খান। আজ ২ উইকেট নিয়ে পার্পেল ক্যাপ হোল্ডারও হয়ে যান রাশিদ খান। তার দেখানো পথে তারই স্বজাতি নুর আহমেদ পেয়েছেন ৩টি উইকেট। এছাড়া মোহিত শর্মা ২টি এবং হার্দিক পান্ডে ১টি উইকেট পেয়েছেন। গুজরাটের ৫৫ রানের জয়ে ম্যাচ সেরা হন অভিনব মনোহর।

৯৭ ডেস্ক

Read Previous

লিটনের পথে ভিসা, ব্যাঙ্গালোরের বিপক্ষে সেরা একাদশে কারা?

Read Next

সাকিব, লিটন, আফিফ এলপিএলের ড্রাফটে

Total
0
Share