শারজাহ ক্রিকেট স্টেডিয়ামের স্ট্যান্ড শচীনের নামে

শচীন টেন্ডুলকার

শারজাহ ক্রিকেট স্টেডিয়াম কিংবদন্তি শচীন টেন্ডুলকারের নামে স্ট্যান্ড উন্মোচন করেছে। ২৫ বছর আগে মরুর বুকে ঝড় তোলা শচীনকে সেই ইনিংসের ২৫ বছর পূর্তিতেই এবার চমক দিল শারজাহ ক্রিকেট স্টেডিয়াম। শারজাহতে শচীনের ঐতিহাসিক ইনিংসকে বিশেষভাবে মনে রাখতেই এমন অভিনব উদ্যোগ।

শচীনের ৫০ তম জন্মদিন উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের প্রাচীনতম ক্রিকেট ভেন্যুর ওয়েস্ট স্ট্যান্ডের নাম পরিবর্তন করা হয়েছে। বিখ্যাত ‘ডেজার্ট স্টর্ম’ ইনিংসের ২৫ বছর পর শচীনকে সম্মান জানিয়ে তার নামে নামকরণ করল স্টেডিয়ামের স্ট্যান্ড।

১৯৯৮ সালের ২২ এপ্রিল শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে গ্লেন ম্যাকগ্রা, শেন ওয়ার্নদের বোলিং অ্যাটাকের বিরুদ্ধে ভারতের নায়ক শচীন সেদিন ১৪৩ রান করেন। শচীন টেন্ডুলকারের ৫০তম জন্মদিনে তাঁর আইকনিক ‘ডেজার্ট স্টর্ম’ ইনিংসেরও বয়স হয় ২৫।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামের পশ্চিম পাশের গ্যালারিকে এতদিন বলা হতো ওয়েস্ট স্ট্যান্ড। এবার এই নাম বদলে রাখা হলো শচীন টেন্ডুলকার স্ট্যান্ড। গতকালই অস্ট্রেলিয়ার সিডনি ক্রিকেট গ্রাউন্ডের সফরকারী দলের গেটস শচীন ও লারার নামাঙ্কিত করা হয়েছে।

২৪ বছরের দীর্ঘ ক্যারিয়ারে মোট ৬৬৪ টি ম্যাচ খেলেছেন শচীন। বিশ্বের কোনও ক্রিকেটার এত সংখ্যক আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। ক্রিকেটের রেকর্ড বইয়ে শচীন একাই যেন মহাতারকা।

৯৭ ডেস্ক

Read Previous

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য ভারতের স্কোয়াড ঘোষণা

Read Next

লিটনের পথে ভিসা, ব্যাঙ্গালোরের বিপক্ষে সেরা একাদশে কারা?

Total
0
Share