টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য ভারতের স্কোয়াড ঘোষণা

সিরিজ জয়ী ভারত পাচ্ছে বড় অঙ্কের বোনাস
Vinkmag ad

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩ ফাইনালের জন্য ভারতের স্কোয়াড ঘোষণা করল অল-ইন্ডিয়া সিনিয়র সিলেকশন কমিটি। চমক হিসেবে ফাইনালের এই স্কোয়াডে আজিঙ্কা রাহানের নাম।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য দল বেছে নিয়েছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। রোহিত শর্মার নেতৃত্বে টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ের লক্ষ্যে মোট ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিসিআই।

চলতি বছরের ৭ জুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলবে ভারত ও অস্ট্রেলিয়া। টানা দ্বিতীয়বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে ভারত। গত বছর ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে যেতে হয়েছিল ভারতকে। 

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ও অ্যাশেজ সিরিজের প্রথম দুটি টেস্টের জন্য এর আগে ১৭ সদস্যের দল ঘোষণা করে অস্ট্রেলিয়া। যদিও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে কোন ১৫ ক্রিকেটার অংশ নেবে তা ২৮ মে-র মধ্যে জানা যাবে।

লন্ডনের দ্য ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরু আগামী ৭ জুন থেকে।

ভারতের টেস্ট স্কোয়াড ডব্লিউটিসি ফাইনাল:

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর পূজারা, ভিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, লোকেশ রাহুল, কেএস ভরত (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, আক্সার প্যাটেল, শারদুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব এবং জয়দেব উনাদকাট।

৯৭ ডেস্ক

Read Previous

ইম্প্যাক্ট প্লেয়ারের ডেথ ওভার ভেল্কিতে দিল্লির জয়

Read Next

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামের স্ট্যান্ড শচীনের নামে

Total
0
Share