ইম্প্যাক্ট প্লেয়ারের ডেথ ওভার ভেল্কিতে দিল্লির জয়

20230425 085956 scaled
Vinkmag ad

ডেভিড ওয়ার্নারের অধিনায়কত্ব নিয়ে কোনো প্রশ্ন চলে না। আগেও ছিল না, এখনও নেই। তাইতো দিল্লির টানা পাঁচ ম্যাচ হারের পর ঠিকই ঘুরে দাঁড়াতে পেরেছে দিল্লি ক্যাপিটালস। ফ্রাঞ্চাইজিটির ইতিহাসে ডেভিড ওয়ার্নারই প্রথম ক্যাপ্টেন যিনি ১৫০ রানে কম ডিফেন্ড করে ম্যাচ জেতে।

হায়দ্রাবাদে দিল্লি টস জিতে বোলিংয়ে সিদ্ধান্ত নেয়। ভুবনেশ্বর কুমারের বলে ফিল সল্ট গোল্ডেন ডাক খায়। বোলারের পরিবর্তে বিদেশি কোটায় একজন ব্যাটারকে নামানোর সিদ্ধান্তটা মোটেও সুবিধার ঠেকছে না। কারণ ফিল সল্ট বরাবরের মতো ব্যর্থ।

ওয়ার্নার ব্যাট হাতে মিচেল মার্শের সাথে বড় জুটি করার চেষ্টা করলেও দুজনের একজনও ইনিংস বড় করতে পারে নি। সরফরাজ খানও তাদের দেখানো পথে মাত্র ১০ করে বিদায় নেন।

৬২ রানে ৫ উইকেট হারিয়ে সংকটাপন্ন হয়ে পড়ে দিল্লি। তবে মিডল অর্ডার পুরোপুরি ব্যর্থ প্রতিপন্ন হওয়ার আগে দায়িত্ব কাধে তুলে নেম মানিশ পান্ডে এবং আক্সার পাটেল। দুজনেই ৩৪ করে মাঠ ছাড়লে বাকি ব্যাটাররা শেষে ভালো কিছু উপহার দিতে পারেন নি। ৯ উইকেটে ১৪৪ রানে শেষ হয় দিল্লির ইনিংস।

ওয়াশিংটন সুন্দর ৩টি উইকেট নিলেও দিল্লিকে কম রানে আরকানোর মূল কারিগর ছিলেন ভুবনেশ্বর কুমার। ৪ ওভারে মাত্র ১১রান দিয়ে নেন গুরুত্বপূর্ণ ২টি উইকেট। এছাড়া নটরজান পেয়েছেন ১টি উইকেট।

সহজ লক্ষ্য নিয়ে মাঠে নেমে আজও হ্যারি ব্রুকের ব্যাট হাসলো না। মাত্র ৭ করে আনরিখ নরকিয়ার বলে বিদায় নেন। আরেক ওপেনার উইকেট আগলে খেললেও শেষ পর্যন্ত ১ রানের জন্য অর্ধশতক পুরণ করতে পারেননি। দিল্লির মিডল অর্ডার এবং হায়দ্রাবাদের মিডল অর্ডার যেনো একই সুতোয় গাঁথা। অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠি, ক্যাপ্টেন এইডেন মার্কারাম কেওই ব্যাট হাতে দাঁড়াতে পারেননি।

কম রানের লক্ষ্য তাই হেনরিক ক্লাসেন এবং ওয়াশিংটন সুন্দর তখনও চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। ক্লাসেন আউট হবার পর শেষ ওভারে হায়দ্রাবদের জিততে চাই ১৩ রান। সরফরাজের পরিবর্তে নামানো ইম্প্যাক্ট প্লেয়ার মুকেশের হাতে বল তুলে দিলেন। ডেথ ওভারে আস্থার প্রতিদান স্বরুপ দিল্লি পায় ৭ রানের জয়।

পুরো ম্যাচে প্রতিটা বোলারের নিয়ন্ত্রিত বোলিয়ে দিল্লি কম রান করেও সহজে জিতে যায়। আক্সার পাটেল এবং নরকিয়া পান ২টি করে উইকেট আর কুলদীপ যাদব এবং ইশান্ত শর্মা পায় ১টি করে। ব্যাটে বলে দুই জায়গাতেই অবদান রাখায় ম্যাচ সেরা হন আক্সার পাটেল।

৯৭ ডেস্ক

Read Previous

বিক্রি হয়ে গেছে শেষ ওয়ানডের সব টিকিট

Read Next

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য ভারতের স্কোয়াড ঘোষণা

Total
0
Share