
আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের অ্যাওয়ে ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে ইংল্যান্ডে। সিরিজ শুরু ৯ মে, এর মধ্যেই বিক্রি হয়ে গেছে শেষ ওয়ানডের সব টিকিট।
চেমসফোর্ডের ক্লাউড কাউন্টি গ্রাউন্ডে প্রথম দুই ওয়ানডের টিকিট এখনও বিক্রির বাকি আছে। তবে ১৪ মে (রবিবার) শেষ ওয়ানডের টিকিট নেই কর্তৃপক্ষের হাতে। এসেক্স ক্রিকেটের অফিসিয়াল টিকিটিং ওয়েবসাইটে দেখা যাচ্ছে ‘সোল্ড আউট’।
আর তাতেই বোঝা যাচ্ছে আয়ারল্যান্ড-বাংলাদেশের লড়াই হবে দর্শকদের উপচে পড়া ভিড়ের মধ্যে।
তামিম ইকবালের দল আয়ারল্যান্ড উড়াল দেবে আগামী ১ মে। ইংল্যান্ডে পৌঁছাবে ২ তারিখে। ওয়ানডে সিরিজের আগে হবে একটি প্রস্তুতি ম্যাচ। ৫০ ওভারের এই ম্যাচে তামিম, মুশফিকদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড উলভস। ৫ মে আনঅফিসিয়াল ম্যাচটি ক্লোজডোর স্টেডিয়ামে খেলবে দুই দল।
৯ মে থেকে শুরু হওয়া ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের চেমসফোর্ডের ক্লাউড কাউন্টি গ্রাউন্ডে।
বাংলাদেশের বিপক্ষে আয়ারল্যান্ডের ম্যাচের সূচি-
১ম ওয়ানডে- ৯ মে, দ্য ক্লাউড কাউন্টি গ্রাউন্ড
২য় ওয়ানডে- ১২ মে, দ্য ক্লাউড কাউন্টি গ্রাউন্ড
৩য় ওয়ানডে- ১৪ মে, দ্য ক্লাউড কাউন্টি গ্রাউন্ড।
বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড:
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও মৃত্যুঞ্জয় চৌধুরী।