পাকিস্তানে নিউজিল্যান্ডের ওয়ানডে স্কোয়াডে মার্ক চ্যাপম্যান

পাকিস্তানে নিউজিল্যান্ডের ওয়ানডে স্কোয়াডে মার্ক চ্যাপম্যান
Vinkmag ad

টি-টোয়েন্টি সিরিজ শেষ, বৃহস্পতিবার থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হতে যাওয়া পাকিস্তানের বিরুদ্ধে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য নিউজিল্যান্ডের স্কোয়াডে যোগ করা হয়েছে মার্ক চ্যাপম্যানকে। আগের রাতে ১০৪ রানের হার-না-মানা ইনিংস খেলেই চ্যাপম্যান জিতে নিয়েছেন নির্বাচকদের মন।

মার্ক চ্যাপম্যানকে দলে নেওয়ার প্রসঙ্গে কিউই হেড কোচ গ্যারি স্টেড বলেছেন, ‘পুরো টি-টোয়েন্টি সিরিজ জুড়ে চ্যাপম্যানের পারফরম্যান্স অত্যন্ত আকর্ষণীয় ছিল। বিশ্বের অন্যতম সেরা টি-টোয়েন্টি বোলিং আক্রমণের বিরুদ্ধে মার্ক যেভাবে খেলেছে তা দারুণ কিছু। আমাদের ওয়ানডে দলে এমন শক্তিশালী ফর্মে থাকা কাউকে যোগ করতে পেরে আমরা খুশি।’

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে চ্যাপম্যানের মোট রান ২৯০। টি-টোয়েন্টি সিরিজে যে কোনো খেলোয়াড়ের সর্বোচ্চ সংগ্রহ। ২-২ সমতায় এই সিরিজ শেষ হলেও ম্যাচ ও সিরিজ সেরার পুরস্কার একাই দখলে নেন চ্যাপম্যান। আর তাইতো তার ডাক এবার ওয়ানডে দলে।

এছাড়া অভিষেকের অপেক্ষায় বেন লিস্টার, কোল ম্যাককঞ্চি। ব্ল্যাকক্যাপসদের ট্যুর পার্টিতে চ্যাপম্যান এবং নতুন আগত টম ব্লান্ডেল, হেনরি নিকোলসকে যুক্ত করে ১৬ সদস্যে পৌঁছেছে।

আগামী ২৭ ও ২৯ এপ্রিল রাওয়ালপিন্ডিতে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ। পরের তিনটি অনুষ্ঠিত হবে করাচিতে ৩, ৫ ও ৭ মে।

পাকিস্তান-নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজটি আইসিসি বিশ্বকাপ সুপার লিগের অংশ নয়। তবে আগামী অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে দু‘দলের জন্য এটি প্রস্তুতির সিরিজ হবে।

নিউজিল্যান্ডের ওয়ানডে স্কোয়াড:

টম লাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল, চ্যাড বোয়েস, মার্ক চ্যাপম্যান, ম্যাট হেনরি, বেন লিস্টার, কোল ম্যাককঞ্চি, অ্যাডাম মিলনে, জিমি নিশাম, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, রচিন রবীন্দ্র, হেনরি শিপলি, ইশ সোধি, ব্লেয়ার টিকনার, উইল ইয়াং।

৯৭ ডেস্ক

Read Previous

ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বাংলাদেশ সফরসূচি চূড়ান্ত

Read Next

বিক্রি হয়ে গেছে শেষ ওয়ানডের সব টিকিট

Total
0
Share