

ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল বাংলাদেশে পৌঁছাবে আগামী ১১ মে। বাংলাদেশ ‘এ’ দলের বিরুদ্ধে সিলেটে খেলবে লাল বলের তিন ম্যাচের সিরিজ। প্রথমটি মাঠে গড়াবে ১৬ মে থেকে।
ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের সঙ্গে বাংলাদেশ ‘এ’ দলের খেলার জন্য আগেই সিদ্ধান্ত চূড়ান্ত করে রেখেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ বিবৃতি দিয়ে জানাল সিরিজের সময়সূচী।
৬ মে অ্যান্টিগাতে ‘হেডলি উইকস ট্রাই সিরিজ’ শেষ হতে না হতেই ক্যারিবীয় দ্বীপপুঞ্জ থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার প্রস্তুতি শুরু করতে হবে উইন্ডিজ ‘এ’ দলকে। ১১ মে তারা পৌঁছাবে ঢাকা। এরপর সিরিজের ভেন্যু সিলেটে যাবে দল।
সফরে ক্যারিবীয়রা খেলবে তিনটি চার দিনের ম্যাচ, খেলাগুলো হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ১৬ মে থেকে শুরু হবে প্রথম চার দিনের ম্যাচ। পরেরটি শুরু হবে ২৩ মে। শেষ চারদিনের ম্যাচটি মাঠে গড়াবে ৩০ মে থেকে ২ জুনের মধ্যে। ম্যাচ শুরুর সময় সকাল ১০টায়।
জাতীয় দলের খেলোয়াড়রাও এই সফরে আসতে পারেন। কারণ জুনে বিশ্বকাপ কোয়ালিফায়ারের আগে আর কোনো সূচি নেই উইন্ডিজের। ব্রেন্ডন কিং, শাই হোপদের নিয়েই বাংলাদেশে পা রাখবে উইন্ডিজ ‘এ’ দল।
সফর শেষ করে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল ৩ জুন ছাড়বে বাংলাদেশ।