

কিংবদন্তি দুই ক্রিকেটারের সম্মানে সিডনি ক্রিকেট গ্রাউন্ডের (এসসিজি) এক সুন্দর কাজ। এই ভেন্যুতে সফরকারী দলের খেলোয়াড়রা এখন থেকে লারা-টেন্ডুলকার গেট দিয়ে মাঠে নামবে। শচীনের ৫০ তম জন্মদিন উপলক্ষে এসসিজি লারা-টেন্ডুলকার গেট উন্মোচন করেছে।
এসসিজি ব্রায়ান লারা ও শচীন টেন্ডুলকারের টেস্ট ক্যারিয়ারের পুরো রেকর্ড তুলে দিয়েছে গেটের বোর্ডে। সঙ্গে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে করা তাদের পারফরম্যান্সের পরিসংখ্যানও জ্বলজ্বল করছে।
২০০৪ সালে সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৪১ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন শচীন। কোনও কভার ড্রাইভ ছাড়া মাস্টার ব্লাস্টারের এই ইনিংসকে বিশ্বের সর্বকালের অন্যতম সেরা বলে বিবেচনা করা হয়।
পাকিস্তান পুরুষ ক্রিকেট দল সম্ভবত সিডনিতে নিউ ইয়ার টেস্টের সময় লারা-টেন্ডুলকার গেটের মধ্য দিয়ে হেঁটে যাওয়ার প্রথম দর্শক হতে পারে। ভারতীয় দলকে আরও এক বছর অপেক্ষা করতে হবে।
১৯৭৩ সালের আজকের এই দিনে মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা তারকা শচীন টেন্ডুলকার। ২৪ বছরের দীর্ঘ ক্যারিয়ারে মোট ৬৬৪ টি ম্যাচ খেলেছেন শচীন। বিশ্বের কোনও ক্রিকেটার এত সংখ্যক আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। ক্রিকেটের রেকর্ড বইয়ে শচীন একাই যেন মহাতারকা।