উইকেটকিপিং ই ইস্যু, লিটন যখন ইমপ্যাক্ট সাব লিস্টে

উইকেটকিপিং ই ইস্যু, লিটন যখন ইমপ্যাক্ট সাব লিস্টে

দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে একাদশে সুযোগ পান লিটন দাস। তবে ব্যাটিং ব্যর্থতার পরে উইকেটকিপিংয়ে সহজ সুযোগ হাতছাড়া করে সমর্থকদের তোপের মুখে পড়েন তিনি। ইডেন গার্ডেন্সে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচে লিটন নেই সেরা একাদশে। যদিও ইমপ্যাক্ট সাব হবার তালিকায় থাকা নামে আছে লিটনের নামও। 

দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে সুযোগ পাওয়া লিটন দাস জেসন রয়ের সঙ্গে ওপেন করেছিলেন। প্রথম বলে দারুণ এক চার মেরে শুরু করা লিটন ৪ বলে ৪ রান করেই থামেন। মিসটাইমড পুল শটে তালুবন্দি হন। 

পরে উইকেটরক্ষকের ভূমিকা পালনের সময় স্টাম্পিংয়ের সুযোগ হাতছাড়া করেন। এমন অভিষেকের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রলের শিকার হন লিটন। এবার তো একাদশেই জায়গা হারালেন। 

আগে বোলিং পাওয়া কোলকাতা নারায়ন জগদীশানকে একাদশে রেখেছে উইকেটরক্ষক হিসাবে।  এতে স্পষ্ট উইকেটকিপিংয়ে করা ভুলই কাল হয়েছে লিটন দাসের। সরাসরি সেরা একাদশে ঢুকতে পারেননি লিটন দাস, রাখা হয় সাব তালিকায়। 

কোলকাতা নাইট রাইডার্স একাদশ-

নারায়ন জগদীশান (উইকেটরক্ষক), জেসন রয়, নিতিশ রানা (অধিনায়ক), আন্দ্রে রাসেল, রিংকু সিং, সুনীল নারাইন, ডেভিড ভিসা, কুলওয়ান্ত খেজরোলিয়া, সুয়াশ শর্মা, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী।

সাব- অনুকুল রয়, ভৈভব আরোরা, ভেঙ্কটেশ আইয়ার, মনদ্বীপ সিং, লিটন দাস

চেন্নাই সুপার কিংস একাদশ-

ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), রুতুরাজ গায়কোয়াড়, আজিঙ্কা রাহানে, মইন আলি, শিবাম দুবে, আম্বাতি রায়ডু, রবীন্দ্র জাদেজা, মাহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), মাথিশা পাথিরানা, তুষার দেশপান্ডে, মাহিশ থিকশানা।

সাব- আকাশ সিং, ডোয়াইন প্রিটোরিয়াস, শেখ রাশিদ, রাজবর্ধন হাঙ্গারগেকার, শুভ্রাংশু সেনাপতি।

৯৭ ডেস্ক

Read Previous

একাদশে জায়গা হারালেন লিটন দাস

Read Next

ব্যাঙ্গালোরের কাছে হেরেও পয়েন্ট টেবিলের শীর্ষে রাজস্থান

Total
0
Share