

গেল ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) অভিষেক হয়েছিল লিটন দাসের। তবে এক ম্যাচ খেলেই বাদ পড়লেন বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটার। কোলকাতার ইডেন গার্ডেন্সে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচে লিটনকে ছাড়াই মাঠে নামছে স্বাগতিকরা।
লিটন দাসের পরিবর্তে কোলকাতা একাদশে ওভারসিজ ক্রিকেটার হিসাবে ঢুকেছেন ডেভিড ভিসা। উইকেটরক্ষকের ভূমিকা পালন করবেন নারায়ণ জগদীশান।
David da gets his Knight debut in front of a packed Eden ????@David_Wiese | #KKRvCSK | #AmiKKR | #TATAIPL pic.twitter.com/FbBV4TLPc9
— KolkataKnightRiders (@KKRiders) April 23, 2023
দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে সুযোগ পাওয়া লিটন দাস জেসন রয়ের সঙ্গে ওপেন করেছিলেন। প্রথম বলে দারুণ এক চার মেরে শুরু করা লিটন ৪ বলে ৪ রান করেই থামেন। মিসটাইমড পুল শটে তালুবন্দি হন।
পরে উইকেটরক্ষকের ভূমিকা পালনের সময় স্টাম্পিংয়ের সুযোগ হাতছাড়া করেন। এমন অভিষেকের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রলের শিকার হন লিটন। এবার তো একাদশেই জায়গা হারালেন।
কোলকাতা নাইট রাইডার্স একাদশ-
নারায়ন জগদীশান (উইকেটরক্ষক), জেসন রয়, নিতিশ রানা (অধিনায়ক), আন্দ্রে রাসেল, রিংকু সিং, সুনীল নারাইন, ডেভিড ভিসা, কুলওয়ান্ত খেজরোলিয়া, সুয়াশ শর্মা, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী।
চেন্নাই সুপার কিংস একাদশ-
ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), রুতুরাজ গায়কোয়াড়, আজিঙ্কা রাহানে, মইন আলি, শিবাম দুবে, আম্বাতি রায়ডু, রবীন্দ্র জাদেজা, মাহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), মাথিশা পাথিরানা, তুষার দেশপান্ডে, মাহিশ থিকশানা।