এমন ম্যাচ কীভাবে হেরেছেন এখনো বুঝতে পারছেন না লোকেশ রাহুল

এমন ম্যাচ কীভাবে হেরেছেন এখনো বুঝতে পারছেন না লোকেশ রাহুল

গুজরাট টাইটান্সের বিপক্ষে জেতা ম্যাচই হেরে বসেছে লখনৌ সুপার জায়ান্টস। দলের পক্ষে সর্বোচ্চ রান করা অধিনায়ক লোকেশ রাহুল হতাশ তো হয়েছেনই, তিনি রীতিমত বুঝতে পারছেন না কীভাবে এমন ম্যাচ হেরে বসলেন।

গুজরাটের বিপক্ষে ম্যাচের বেশিরভাগ সময়ে কার্যত এগিয়েই ছিল লখনৌ। তবে তীরে এসে তরী ডুবিয়ে হার দেখেছে লোকেশ রাহুলের দল।

লোকেশ রাহুল এমন ম্যাচের পর বলেন, ‘আমি জানি না কীভাবে এমন হল। যা হয়েছে তা দ্রুতই হয়েছে, তবে হ্যাঁ, এটাই ক্রিকেট। এটা আমাদের মনে করায় খেলার শেষ বল না হওয়া অব্দি হারজিত হয় না।’

‘আমি এখনো কোন নির্দিষ্ট দিকে আঙ্গুল তুলতে পারছি না যে কি ভুল হয়েছে, আমরা কি ভুল করেছি। তবে দিনশেষে আমরা দুই পয়েন্ট হারিয়েছি। খেলাটা আমাদের পকেটে ছিল, এবং আমরা সেটা হারিয়ে ফেলেছি।’

১৩৬ রান তাড়া করতে নেমে ১৪ ওভার শেষে দলের রান ছিল ১ উইকেটে ১০৫। ৩৬ বলে দরকার ৩১ রান, হাতে ৯ উইকেট।

ফিফটি পূর্ণ করে উইকেটে তখন লোকেশ রাহুল। ক্রুনাল পান্ডিয়া খেলছিলেন দেখেশুনেই, লখনৌর ২ পয়েন্ট পাওয়া মনে হচ্ছিল সময়ের ব্যাপার।

তবে তা হয়নি। নুর আহমেদ দুই উইকেট নেন। শেষে মোহিত শর্মা ও মোহাম্মদ শামি শেষে নার্ভ ধরে রেখে গুজরাটের জয় ছিনিয়ে আনেন।

৯৭ ডেস্ক

Read Previous

লিটন-রয়ের ওপেনিংয়েই আস্থা কোলকাতার

Read Next

একাদশে জায়গা হারালেন লিটন দাস

Total
0
Share