আইপিএল ২০২৩: প্লে-অফ ও ফাইনালের সূচি ঘোষণা

যেকারণে বদলে গেল আইপিএল ম্যাচের সূচি
Vinkmag ad

আইপিএল ২০০২৩-এর প্লে-অফ এবং ফাইনাল ম্যাচের সূচি ঘোষণা করল বিসিসিআই। ২৩ মে থেকে ২৮ মে পর্যন্ত চেন্নাই এবং আহমেদাবাদে প্লে অফ এবং ফাইনাল অনুষ্ঠিত হবে। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টানা দু’বছর আইপিএলের ফাইনাল।

লিগ পর্বের শেষ ম্যাচ ২১ মে, সেদিন মাঠে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও গুজরাট টাইটানস। একদিন বিরতি দিয়েই ২৩ মে থেকে শুরু হবে আইপিএলের প্লে-অফ।

টুর্নামেন্টের প্রথম কোয়ালিফায়ার ম্যাচটি ২৩ মে চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এলিমিনেটর ম্যাচ ২৪ মে একই গ্রাউন্ডে। এবারের আসরের দ্বিতীয় কোয়ালিফায়ার ২৬ মে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।

এরপর ২৮ মে আয়োজন করা হবে আইপিএলের মেগা ফাইনাল। ভেন্যু ঐতিহাসিক নরেন্দ্র মোদি স্টেডিয়াম। দুই কোয়ালিফায়ারের বিজয়ী দল ট্রফির জন্য লড়াই চালাবে একে অপরের বিরুদ্ধে।

গতকাল শুক্রবার এক বিবৃতি দিয়ে আইপিএলের প্লে-অফ ম্যাচগুলির দিনক্ষণ ও ভেন্যু ঘোষণা করে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

প্লে-অফ এবং ফাইনাল ম্যাচের সূচি-

২৩ মে – কোয়ালিফায়ার ১ (টিম ১ বনাম টিম ২), ভেন্যু – চেন্নাই
২৪ মে – এলিমিনেটর (টিম ৩ বনাম টিম ৪), ভেন্যু – চেন্নাই
২৬ মে – কোয়ালিফায়ার ২ (এলিমিনেটরের বিজয়ী দল বনাম কোয়ালিফায়ার ১ এর পরাজিত দল), ভেন্যু – আহমেদাবাদ
২৮ মে – ফাইনাল (কোয়ালিফায়ার ১ এর বিজয়ী দল বনাম কোয়ালিফায়ার ২ এর বিজয়ী দল), ভেন্যু – আহমেদাবাদ।

৯৭ ডেস্ক

Read Previous

জাদেজার বোলিং তোপে চেন্নাইয়ের সহজ জয়

Read Next

অল্প রান করেও শেষ ওভারে গুজরাটের নাটকীয় জয়

Total
0
Share