জাদেজার বোলিং তোপে চেন্নাইয়ের সহজ জয়

সরে দাঁড়ালেন ধোনি, চেন্নাইয়ের নয়া কাপ্তান জাদেজা

টুর্নামেন্টের শুরু থেকেই বেশ ফুরফুরে মেজাজে আছে মাহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। গত আসরে ১৪ ম্যাচে মাত্র ৪ টা জিতলেও এবারের চিত্র একেবারেই ভিন্ন। ৬ নম্বর ম্যাচেই চতুর্থ জয়ে পয়েন্ট টেবিলের তিনে উঠে আসে চেন্নাই।

হোম ভেন্যুতে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ধোনি। সানরাইজার্স হায়দ্রাবাদের অভিষেক শর্মার সাথে ওপেনিংয়ে নেমে শুরুটা ভালোই করেছিলেন হ্যারি ব্রুক। তবে সেই ভালো বাতাস বেশিক্ষণ বহমান ছিলো না হায়দ্রাবাদ ব্যাটিং লাইন আপে। ম্যাচ এগোতে থাকলে ধীরগতির রানের সাথে পাল্লা দিয়ে উইকেট পড়তে থাকে।

অভিষেক শর্মার ৩৪ ছিল হায়দ্রাবাদের হয়ে ব্যক্তিগত ইনিংস সর্বোচ্চ। এছাড়া আর কোনো ব্যাটার তাদের ইনিংস বড় করতে পারে নি।

বোলিংয়ে রবীন্দ্র জাদেজা হলো ধোনির তুরুপের তাস। জাদেজার কাছেই যেনো একরম নুইয়ে পড়ে হায়দ্রাবাদের ব্যাটাররা। ৪ ওভারে ২২ রান দিয়ে ৩টি উইকেট নিয়ে হায়দ্রাবাদের ব্যাটিংয়ে ফাটল ধরায়। আকাশ সিং, দেশপান্ডে, পাথিরানারা ১টি করে উইকেট নিলে সেই ফাটলে চির ধরে ভেঙে পড়ে হায়দ্রাবাদের ব্যাটিং ইনিংস। ৭ উইকেটে হায়দ্রাবাদের সংগ্রহ ১৩৪।

সহজ লক্ষ্য সামনে নিয়ে খেলতে নেমেই চেন্নাইয়ের দুই ওপেনারের উড়ন্ত সূচনা। পাওয়ারপ্লেতে ৬০ রান। রুতুরাজ গায়েকোয়াড় ৩৫ করে ফিরে গেলেও দমে যাননি ডেভন কনওয়ে। ৭৭ করে এ নিয়ে টানা ৩ ম্যাচে করেন অর্ধশতক। ৩টি উইকেট পড়লেও কনওয়ে শেষ পর্যন্ত টিকে থেকে জয় নিয়ে ফেরেন। ৩ উইকেটে ১৩৮ করে ১০ বল হাতে রেখেই জিতে যায় চেন্নাই।

হায়দ্রাবাদের বোলিংয়ে একমাত্র সফল নাম মায়াঙ্ক মারকান্ডে। রুতুরাজের রান আউট বাদ দিলে বাকি দুটি উইকেট নিয়েছেন তিনি। বাকি বোলাররা কম রানে প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও ছিলেন উইকেটশূন্য।

চেন্নাইয়ের এ জয়ে ম্যাচ সেরা হন রবীন্দ্র জাদেজা।

৯৭ ডেস্ক

Read Previous

বাংলাদেশের বিপক্ষে আয়ারল্যান্ডের স্কোয়াড ঘোষণা

Read Next

আইপিএল ২০২৩: প্লে-অফ ও ফাইনালের সূচি ঘোষণা

Total
0
Share