বাংলাদেশের বিপক্ষে আয়ারল্যান্ডের স্কোয়াড ঘোষণা

featured photo1 13
Vinkmag ad

বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ডের মাটিতে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ আয়ারল্যান্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সিরিজে ৩-০ ব্যবধানে জিতলেই আইসিসি মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০২৩ এ সরাসরি খেলবে আইরিশরা। যদিও বাংলাদেশ ইতোমধ্যেই উতরে গেছে, নিশ্চিত করেছে সরাসরি বিশ্বকাপ খেলা।

চেমসফোর্ডে ৩ ম্যাচের সিরিজকে সামনে রেখে আগেই স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ দল। আজ (২১ এপ্রিল) দল ঘোষণা করেছে আয়ারল্যান্ডও।

এই সিরিজের আগে আয়ারল্যান্ডের ‘এ’ দল (আয়ারল্যান্ড উলভস) ৫০ ওভারি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। এর আগে ২০১৯ সালেও আয়ারল্যান্ড উলভস খেলেছে বাংলাদেশ দলের বিপক্ষে।

আয়ারল্যান্ড উলভস স্কোয়াড-

পিজে মুর (অধিনায়ক), এক্সেক কারমাইকেল, মুরে কমিন্স, গ্যারেথ ডেলানি, ম্যাথু ফস্টার, ফিওন হ্যান্ড, গেভিন হোই, ট্রায়ন কেন, টম মায়েস, স্কট ম্যাকবেথ, জেমস ম্যাককুলাম, নেইল রক, ক্রেইগ ইয়াং।

আয়ারল্যান্ড ওয়ানডে স্কোয়াড-

অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, কুর্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, স্টিফেন ডোহানি, ফিওন হ্যান্ড, গ্রাহাম হিউম, জশ লিটল, অ্যান্ডি ম্যাকব্রাইন, পল স্টারলিং, হ্যারি টেক্টর, লরকান টাকার, ক্রেইগ ইয়াং।

বাংলাদেশ স্কোয়াড:

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও মৃত্যুঞ্জয় চৌধুরী।

৯ মে থেকে শুরু হওয়া ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের চেমসফোর্ডের ক্লাউড কাউন্টি গ্রাউন্ডে। দুই দলেরই আইসিসি ওয়ার্ল্ড কাপ সুপার লিগে এটিই শেষ সিরিজ।

বাংলাদেশের বিপক্ষে ওয়ার্ল্ড কাপ সুপার লিগের আয়ারল্যান্ডের ম্যাচের সূচি-

১ম ওয়ানডে- ৯ মে, চেমসফোর্ড
২য় ওয়ানডে- ১২ মে, চেমসফোর্ড
৩য় ওয়ানডে- ১৪ মে, চেমসফোর্ড।

৯৭ ডেস্ক

Read Previous

টুইটারে ব্লু টিক নেই, শচীনের ব্লু টিক যখন ছবি!

Read Next

জাদেজার বোলিং তোপে চেন্নাইয়ের সহজ জয়

Total
0
Share