টুইটারে ব্লু টিক নেই, শচীনের ব্লু টিক যখন ছবি!

টুইটারে ব্লু টিক নেই, শচীনের ব্লু টিক যখন ছবি!

টুইটারে যেকোন পাবলিক ফিগারের আইডিতে ব্লু টিক দেখে বোঝা যায় এটা ঐ ব্যক্তিরই প্রোফাইল। তবে এলন মাস্ক টুইটারে ব্লু টিককে করেছেন সাবস্ক্রিপশন। আপনি যেই হন না কেন সাবস্ক্রাইব করে পেতে পারেন ব্লু টিক। আবার সাবস্ক্রাইব না করলে শচীন টেন্ডুলকার হলেও থাকবে না ব্লু টিক। 

সাবস্ক্রাইব না করায় ব্লু টিক হারিয়েছেন শচীন টেন্ডুলকার সহ অনেকেই। এরপর টুইটারে #AskSachin হ্যাশট্যাগে টুইটারে প্রশ্ন আহবান করেন শচীন। 

এক ভক্ত প্রশ্ন করেন, যেহেতু ব্লু টিক নেই তাহলে বুঝবো কিভাবে আপনিই শচীন টেন্ডুলকার! 

উত্তরে শচীন নিজের এক সেলফি পোস্ট করে লেখেন, এখন এটাই আমার ব্লু টিক ভেরিফিকেশন। 

৯৭ ডেস্ক

Read Previous

ইহসানউল্লাহ ইস্যুতে পিসিবিকে একহাত নিলেন আমির

Read Next

বাংলাদেশের বিপক্ষে আয়ারল্যান্ডের স্কোয়াড ঘোষণা

Total
0
Share