
পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ আমির নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ইহসানউল্লাহকে পাকিস্তান একাদশে না দেখে হতাশা প্রকাশ করেছেন। এই ইস্যুতে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট তথা পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) কে একহাত নিয়েছেন আমির।
আমির বিশ্বাস করেন ইহসানউল্লাহর আফগানিস্তানের বিপক্ষে দাপুটে পারফরম্যান্সের পর কিউইদের বিপক্ষে সিরিজে তিনি জায়গা পাওয়া ডিজার্ভ করেন। যদিও প্রথম ৪ ম্যাচে তাকে একাদশে রাখা হয়নি।
টুইটারে এর সমালোচনা করে আমির লেখেন, ‘আমি নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ইহসানউল্লাহকে বোলিং করতে দেখতে চেয়েছিলাম। তবে তাকে বেঞ্চে বসানো হয়েছে। ইহসান পিএসএল ও আফগানিস্তান সিরিজে সবচেয়ে ভালো বোলার ছিল। সবাই তার গতিময় ও ভয়ডরহীন বোলিং উপভোগ করছিল। আমাদের তার আত্মবিশ্বাস ধ্বংস না করে উচিত ইহসানকে গ্রুম করা।’
I was looking forward to see @ihsanullah150 bowl in NZ series but he has been benched.
Ihsan @thePSLt20 ka aur Afghanistan series ka sabse acha bowler tha.Everyone was enjoying his fast & furious bowling & celebration.
We should groom Ihsan instead of destroying his confidence.— Mohammad Amir (@iamamirofficial) April 20, 2023
২০ বছর বয়সী ইহসানউল্লাহ মুলতান সুলতান্সের হয়ে পিএসএল যাত্রা শুরু করেন। ২২ উইকেট নিয়ে ছিলেন টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক।
তার এমন পারফরম্যান্সের পর আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তাকে দলে নেওয়া হয়। ৬ উইকেট নিয়ে সেখানে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক ছিলেন ইহসানউল্লাহই।