ইমাদের স্পিন জাদু, চ্যাপম্যান ঝড়ের পর পিন্ডিতে বৃষ্টির জয়

ইমাদের স্পিন জাদু, চ্যাপম্যান ঝড়ের পর পিন্ডিতে বৃষ্টির জয়

নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচই জিতে নিয়েছিল পাকিস্তান। ৩য় ম্যাচে জয় তুলে নিয়ে সিরিজে বেঁচে থাকে নিউজিল্যান্ড। ৪র্থ ম্যাচে অবশ্য পাকিস্তানের এগিয়ে যাওয়া বা নিউজিল্যান্ডের সমতা আনার সুযোগ দেয়নি আবহাওয়া। পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টি বাগড়ায় ম্যাচ হয়েছে পন্ড।

৪ ম্যাচ শেষে তাই পাকিস্তান এখনও এগিয়ে ২-১ ব্যবধানে। সিরিজের ৫ম ও শেষ ম্যাচ একই ভেন্যুতে মাঠে গড়াবে ২৪ এপ্রিল।

৪র্থ ম্যাচে আগে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড ৭ ওভারের মধ্যে ৫৪ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে ফেলে। ৩ উইকেটই নেন বাঁহাতি স্পিনার ইমাদ ওয়াসিম।

৪ ওভারে ১৯ রান খরচে ৩ উইকেট তুলে নেন ইমাদ। সাজঘরে ফেরান টম ল্যাথাম, উইল ইয়াং ও ড্যারিল মিচেলদের।

এরপরও ১৮.৫ ওভারে সফরকারীরা ৫ উইকেট হারিয়ে ১৬৪ রান করতে পারে। ওপেনার চ্যাড বোয়েস ৩৮ বলে ৫৪ রানের ইনিংস খেলেন। মার্ক চ্যাপম্যান অপরাজিত থাকেন ৪২ বলে ৭১ রান করে।

ইমাদ ওয়াসিম ছাড়া ১ টি করে উইকেট নেন শাহীন শাহ আফ্রিদি ও হারিস রউফ। এরপর শিলা বৃষ্টিতে আর কোন খেলা মাঠে গড়ায়নি।

৯৭ ডেস্ক

Read Previous

লিটনের অভিষেকের দিনে কোলকাতার হারের হ্যাটট্রিক

Read Next

ইহসানউল্লাহ ইস্যুতে পিসিবিকে একহাত নিলেন আমির

Total
0
Share