‘বিশ্ব একাদশ’ ঘোষণা হবে দ্রুতইঃ নাজাম শেঠি

featured photo1 37
Vinkmag ad

আগামী দুই-তিন দিনের মধ্যেই ঘোষণা হতে পারে বিশ্ব একাদশ। আগামী সেপ্টেম্বরে যে দলটি খেলবে পাকিস্তানের বিপক্ষে। এমনটাই জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়ারম্যান নাজাম শেঠি।

najam sethi ap 806 806x605 61477149362

তিনি জানান, ” আগামী ২-৩ দিনের মধ্যেই আমরা ঘোষণা করবো বিশ্ব একাদশের দল”। “বিশ্ব একাদশ খেলে গেলেই এখানে আসতে রাজি হবে শ্রীলংকাও” বলেন শেঠি।

পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতেই পিসিবি ও আইসিসির এই প্রচেষ্টা। ইতিমধ্যে অনেক শীর্ষস্থানীয় খেলোয়াড়ের সাথেও কথা বলা হয়ে গেছে বলে নিশ্চিত করেছেন বিশ্ব একাদশের কোচ সাবেক জিম্বাবুইয়ান খেলোয়াড় অ্যান্ডি ফ্লাওয়ার, যার মধ্যে রয়েছেন হাশিম আমলা, ইমরান তাহিরের মত খেলোয়াড়ও।

উল্লেখ্য ২০০৯ সালে শ্রীলংকা ক্রিকেট দলের উপর হা-ম-লার পর থেকেই পাকিস্তানে খেলেনি কোন শীর্ষস্থানীয় দল, যদিও মাঝে জিম্বাবুয়ে একটি স্বল্পমেয়াদের সিরিজ খেলেছিল এখানে। এছাড়াও গত আসরের পিএসএলের ফাইনাল ম্যাচটিও আয়োজন করা হয়েছিলো লাহোরে।

বিশ্ব একাদশের হয়ে পাকিস্তান গিয়ে খেলতে আগ্রহীদের পিসিবি ৭৫ হাজার ডলার থেকে ১ লাখ ডলার পারিশ্রমিক দিবে। সব ঠিকঠাক থাকলে পিএসএলের আগামী আসরের কিছু ম্যাচ করাচি আর লাহোরে আয়োজনের চেষ্টাও চলছে বলে জানান শেঠি, ” এটা ধীর প্রক্রিয়া হলেও আমরা সঠিক পথেই আছি”।

সেপ্টেম্বরের ৮-১৪ তারিখের মধ্যেই বিশ্ব একাদশ বনাম পাকিস্তান একাদশের তিনটি টি-২০ ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

৯৭ ডেস্ক

Read Previous

বিপিএল মাতাতে আসছেন রাইট ব্রাদার্স

Read Next

মালিঙ্গার ২০০ তম ওয়ানডেতে আগে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share