

লুক রাইট ও অ্যাসলে রাইট, দুই ভাই। দু’জনই আছেন ক্রিকেটে, তবে দু’জন ভিন্ন ভুমিকায়।
ছোট ভাই লুক রাইট কিছুদিন আগেও ছিলেন ইংল্যান্ড দলে, এখন তাকে দেখা যায় বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে। আর বড় ভাই বিভিন্ন খেলোয়াড়ের ভুল শুধরে দেওয়ার কাজে ব্যস্ত। কোচিং করিয়েছেন বিভিন্ন আঞ্চলিক ও ক্লাব ক্রিকেটে। এবার দুজনকেই দেখা যাবে এবারের বিপিএলে রাজশাহীর কিংসের হয়ে।
রাজশাহী কিংসের হয়ে এবারের আসর খেলার জন্য ইতোমধ্যেই চুক্তি করেছেন লুক রাইট। টি-২০ জন্য দারুণ একজন উপযোগী খেলোয়াড় লুক রাইট। ব্যাটে বলে রয়েছে সমান দক্ষতা।
অ্যাসলে রাইটকে উড়িয়ে আনা হচ্ছে সহকারী কোচের দায়িত্ব দিয়ে। ২০১৬ সাল থেকে গার্জি ক্রিকেট বোর্ড (জিসিবি) পরিচালকের দায়িত্বে ছিলেন অ্যাসলে রাইট। পরে তাকে প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়। অ্যাসলে দীর্ঘদিন সাসেক্স সিসিসি এর এপিপি বয়েজ এন্ড গার্লস দলের কোচের দায়িত্বে ছিলেন এছাড়াও আর্ডিংলি কলেজের বয়স ভিত্তিক দলের প্রধান কোচের ভূমিকাও পালন করেছেন।
এবার দেখার বিষয় দুই ভাইয়ের রসায়ন রাজশাহী কিংসকে এবারের আসরে কত দূর নিয়ে যেতে পারে।