রিয়াদ আবার কখন ফিরবে; বলতে পারছেন না নির্বাচক রাজ্জাক

ব্যর্থতার দেওয়াল ভাঙতে দেশবাসীর দোয়া চাইলেন রিয়াদ
Vinkmag ad

ব্যাট হাতে বেশ কিছুদিন ধরেই ব্যর্থ মাহমুদউল্লাহ রিয়াদ। যে কারণে তাকে ছাড়াই আইরিশদের বিপক্ষে সিলেটে ওয়ানডে খেলে বাংলাদেশ। তবে রিয়াদ কি বিসিবির পরবর্তী ভাবনায় আছেন? আয়ারল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে সিরিজের দলে ফেরানো হবে কি এই তারকাকে? নির্বাচক আব্দুর রাজ্জাকের জটিল উত্তর, যা নিশ্চিতভাবেই রিয়াদ ভক্তদের জন্য সুখকর কিছু না।

সবশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে ডাক পাননি মাহমুদউল্লাহ রিয়াদ। তখন নির্বাচকদের তরফ থেকে জানানো হয়েছিল রিয়াদকে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে এই বিশ্রাম থেকে রিয়াদ মুক্ত হবেন কবে? সঠিক উত্তর বলতে পারলেন না নির্বাচক আব্দুর রাজ্জাক।

রাজ্জাকের মতে, রিয়াদের বাদ পড়া নিয়ে বেশি সিরিয়াস হওয়ার কিছু নেই। এটাই সিস্টেম, যে ভালো খেলবে তাকেই প্রাধান্য দেবে বিসিবি।

‘এত সিরিয়াস পর্যায়ে না নেওয়াই ভালো। রিয়াদ যে অবস্থায় ছিল ঐ অবস্থায়ই আমাদের কাছে আছে। ধরুন হঠাৎ রিয়াদ, সাকিব এমন ২-৩ জন খেলোয়াড় অসুস্থ হল। তখন কী করবেন, কাকে নেবেন? কোনো ম্যাচ না খেলা খেলোয়াড়কে নেওয়া সম্ভব? আমাদের (পরীক্ষা নিরীক্ষার) সবচেয়ে ভালো সুযোগ ছিল এটা বা সামনে যেসব ছোটোখাটো সিরিজ আছে। ভাই, দলের এই সিস্টেম খুবই স্বাভাবিক। যারা ভালো খেলে, যে ভালো অবস্থায় থাকে তাদের প্রাধান্য আগে থাকে। তা-ই থাকবে।’

আগেই টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন। টি-টোয়েন্টিতেও তিনি নেই বিশ্বকাপের দল থেকে। আগামী মে মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ।

এই সিরিজ দিয়ে দলে ফেরানো হবে কি অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদকে? জবাবে আব্দুর রাজ্জাকের উত্তর, এসব আমি বলব না।

‘কখন ফিরবে, এখনই ফিরবে, এসব আমি বলব না। আবার এমনও না রিয়াদকে আমরা বাদ দিয়ে দিয়েছি। আসলে দেখা হচ্ছে। বিশ্বকাপে ২-৩ জন খেলোয়াড় কোনো কারণে খেলতে না পারলে তো আমাদের একেবারে না খেলা খেলোয়াড় নিয়ে যেতে হতো বা ১ ম্যাচ খেলা খেলোয়াড়। এটা কি যৌক্তিক? আপনাদের কাছে যাই মনে হোক আমার মনে হয় যৌক্তিক না।’

৯৭ প্রতিবেদক

Read Previous

৪-৫ জনকে বিশ্রাম দেবার পর্যায়ে যায়নি বাংলাদেশ, বলছেন রাজ্জাক

Read Next

বিজয়ের সেঞ্চুরিতে আবাহনীর আরও একটি জয়

Total
0
Share