

জাতীয় দলের নির্বাচক আব্দুর রাজ্জাকের মতে টেস্ট ক্রিকেটে বাংলাদেশ এখনও তেমন কোনো পর্যায়ে যায়নি যে সেরা ক্রিকেটারদের বসিয়ে দ্বিতীয় সারির দল নামাবে। আইরিশদের বিপক্ষে মিরপুর টেস্টে সাকিব আল হাসান, লিটন দাস দলে থাকায় খুশি নির্বাচক প্যানেলের সদস্য আব্দুর রাজ্জাক।
আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য গতকাল ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অধিনায়কের দায়িত্বে সাকিব আল হাসান, তার ডেপুটি লিটন দাস।
আইরিশদের বিপক্ষে টেস্টে সাকিব আল হাসান ও লিটন দাস থাকবেন কিনা তা নিয়ে আলোচনা হয়েছে বিস্তর। আইপিএলে কোলকাতা নাইট রাইডার্সে সুযোগ পাওয়া দুজনকে এই টেস্টের আগে এনওসি (নো অবজেকশন সার্টিফিকেট) দেয়নি বিসিবি। ফলে একমাত্র টেস্টের জন্য পূর্ণ শক্তির স্কোয়াড ঘোষণা করতে পেরে স্বস্তিতে আব্দুর রাজ্জাক।
আজ মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নির্বাচক প্যানেলের সদস্য আব্দুর রাজ্জাক বলেন,
‘সাকিব অধিনায়ক, লিটন দলের অন্যতম প্রধান খেলোয়াড়। ওরা দলে থাকলে পরিবেশ বদলে যায়। তা-ই হচ্ছে আসলে। আইপিএল নিয়ে ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত আছে, একইসাথে খেলোয়াড়রা কী চাচ্ছে ওটাও একটা বিষয়। আমার দিক থেকে বলব- সেরা দলটাই খেলুক, যেহেতু এটা টেস্ট ম্যাচ। আমার মনে হয় না কখনো কোনো টেস্ট ম্যাচকে বা দলকে হালকাভাবে নেওয়া উচিৎ। টেস্ট ম্যাচ জিতে রাখাই ভালো।’
আয়ারল্যান্ডের বিরুদ্ধে একমাত্র টেস্ট শেষ হওয়ার আগ পর্যন্ত সাকিব, লিটনকে এনওসি না দেওয়ার সিদ্ধান্তেই অটল বিসিবি। আগামী ৪ এপ্রিল থেকে মিরপুর হোম অব ক্রিকেটে শুরু হচ্ছে এই টেস্ট।
নির্বাচক আব্দুর রাজ্জাকের মতে, বাংলাদেশ দল এখনও তেমন কোনো পর্যায়ে যায়নি যে দলের সেরা ক্রিকেটারদের ছাড়া ম্যাচ খেলবে।
‘আরেকদিক থেকে যদি বলেন… ঐরকম পরিস্থিতিতে আসলে আমরা এখনও যাইনি। আমাদের দলে ৪-৫ জন খেলোয়াড় না থাকলে সমস্যা হবে না এখনও ঐ পর্যায়ে যাইনি, সময় লাগবে।’
বিসিবির সিদ্ধান্তের বাইরে যেয়ে কিছুই বলতে চান না রাজ্জাক।
‘একেকজন একেকরকম মন্তব্য করবেন। যার যেটা মনে হবে তিনি সেটা বলবেন। আমি সবার মন্তব্যকেই সম্মান করি। এটা যার যার ব্যক্তিগত কথা। দিনশেষে সিদ্ধান্ত বিসিবির। বিসিবি যে সিদ্ধান্ত নিবে তাতে আমি সাধুবাদ জানাই। এনওসি দিলেও আমার কোনো সমস্যা ছিল না, দেয়নি এতেও আমার কোনো সমস্যা নেই আমি খুশি। আমি খেলোয়াড় বা দলের বিরোধী কেউ না।’