অনলাইনে মিরপুর টেস্টের টিকিট বিক্রি শুরু

লাইভ রিপোর্টঃ বাংলাদেশ-শ্রীলঙ্কা ২য় টেস্ট, ৩য় দিন
Vinkmag ad

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়েই অনলাইন টিকিটের যুগে প্রবেশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের পর এবার শুরু হচ্ছে একমাত্র টেস্টের টিকিট বিক্রি।

আজ (২ এপ্রিল) বেলা ২ টা থেকে অনলাইনে পাওয়া যাবে মিরপুর টেস্টের টিকিট।

https://ticket.tigercricket.com.bd/ ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করে টিকিট প্রাপ্তি নিশ্চিত করতে হবে।

নিবন্ধন করতে লাগবে জাতীয় পরিচয়পত্র ও সচল মোবাইল নাম্বার। একটি নিবন্ধিত একাউন্ট থেকে সর্বোচ্চ ২ টি টিকিট সংগ্রহ করা যাবে।

অনলাইনে টিকিট ক্রয় করার পর সেটা সংগ্রহ করতে হবে কালেকশন বুথ থেকে (ম্যাচের পূর্বের দিন ও ম্যাচের দিন সকাল সাড়ে ৯ টা থেকে বিকাল ৫ টা)।

শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ১ নম্বর গেটের পাশে টিকিট কাউন্টারে টিকিট নিতে দরকার পড়বে টিকিট কোড ও জাতীয় পরিচয়পত্র।

অনলাইনের পাশাপাশি সরাসরিও টিকিট ক্রয়ের সুযোগ থাকছে। যা পাওয়া যাবে আগামীকাল (৩ এপ্রিল) থেকে। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দি ইনডোর স্টেডিয়ামে সকাল সাড়ে ৯ টা থেকে ৪ টা অব্দি টিকিট পাওয়া যাবে আগামীকাল ও টেস্ট ম্যাচের দিনগুলোতে।

টিকিটের মূল্য-

গ্র্যান্ড স্ট্যান্ড- ১০০০ টাকা
ভিআইপি স্ট্যান্ড- ৫০০ টাকা
ক্লাব হাউজ- ৩০০ টাকা
নর্দার্ন/সাউদার্ন স্ট্যান্ড- ২০০ টাকা
ইস্টার্ন গ্যালারি- ১০০ টাকা।

৯৭ প্রতিবেদক

Read Previous

অকল্যান্ডে সুপার ওভার রোমাঞ্চ, শেষ হাসি শ্রীলঙ্কার

Read Next

৪-৫ জনকে বিশ্রাম দেবার পর্যায়ে যায়নি বাংলাদেশ, বলছেন রাজ্জাক

Total
0
Share