অকল্যান্ডে সুপার ওভার রোমাঞ্চ, শেষ হাসি শ্রীলঙ্কার

অকল্যান্ডে সুপার ওভার রোমাঞ্চ, শেষ হাসি শ্রীলঙ্কার
Vinkmag ad

শেষ ওভারে নিউজিল্যান্ডের জিততে দরকার ১৩ রান। প্রথম বলেই সাজঘরে ১৩ বলে ২৬ রান করা রাচিন রবীন্দ্র।। শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন শানাকার করা পরবর্তী ৪ বলে এলো মাত্র ৬ রান। শেষ বলে তাই নিউজিল্যান্ডের প্রয়োজন ৭ রান। ইশ সোধি সেই বল হাঁকালেন, হলো ছক্কা। ম্যাচ গড়ালো সুপার ওভারে।

অকল্যান্ডের ইডেন পার্কের দর্শকরা সেই অব্দি খুশি থাকলেও সুপার ওভারে তাদেরকে খুশির উপলক্ষ এনে দিতে পারেনি দল। মাহিশ থিকশানার করা সুপার ওভারে ২ উইকেট হারিয়ে কেবল ৮ রান করতে পারে স্বাগতিকরা।। জবাবে ২ টি বৈধ বলেই লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা।

টসে হেরে এদিন আগে ব্যাট করে শ্রীলঙ্কা। সফরকারীদের শুরুটা হয় যাচ্ছেতাই, অ্যাডাম মিলনের করা ইনিংসের প্রথম বলেই সাজঘরে ওপেনার পাথুম নিসাঙ্কা।

তবে অপর ওপেনার কুশল মেন্ডিস খেলেন ৯ বলে ২৫ রানের ঝড়ো ইনিংস। ৯ বলের মধ্যে ৩ টি চার ও ২ টি ছক্কা আদায় করে নেন তিনি। এরপর ধনঞ্জয়া ডি সিলভা ১০ বলে ১৫ রান করে ফেরেন।

৬৫ রানে ৩ উইকেট হারানোর পর কুশল পেরেরা ও চারিথ আসালাঙ্কার ৪র্থ উইকেট জুটিতে আসে ১০৩ রান। ৪১ বলে ২ চার ও ৬ ছক্কায় ৬৭ রান করে ফেরেন আসালাঙ্কা। ৪৫ বলে ৫৩ রান করে অপরাজিত থাকেন কুশল পেরেরা।

শেষদিকে ওয়ানিন্দু হাসারাঙ্গা ১১ বলে ২১* রানের ক্যামিও খেললে ৫ উইকেটে ১৯৬ রান করে শেষ করে শ্রীলঙ্কা। নিউজিল্যান্ডের হয়ে ২ উইকেট নেন জিমি নিশাম। ১ টি করে শিকার অ্যাডাম মিলনে, বেঞ্জামিন লিস্টার, হেনরি শিপলির।

জবাব দিতে নেমে শুরুটা মন্দ হয় নিউজিল্যান্ডেরো। ৭ বলের মধ্যেই দুই ওপেনারকে হারিয়ে বসে স্বাগতিকরা। ৩ রানে ২ উইকেট হারানোর পর অধিনায়ক টম ল্যাথাম (১৬ বলে ২৭) ও ড্যারিল মিচেল (৪৪ বলে ৬৬) গড়েন ৬৩ রানের জুটি। রান করেন মার্ক চ্যাপম্যান (২৩ বলে ৩৩), জিমি নিশাম (১০ বলে ১৯), রাচিন রবীন্দ্রও (১৩ বলে ২৬)।

তবে প্রাণপন চেষ্টাতেও ১৯৬ পার করতে পারেনি নিউজিল্যান্ড। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে থামে ঠিক ১৯৬ তেই। শ্রীলঙ্কার পক্ষে ২ টি করে উইকেট নেন প্রমোদ মাদুশান, ওয়ানিন্দু হাসারাঙ্গা ও দাসুন শানাকা। ১ টি করে শিকার মাহিশ থিকশানা ও দিলশান মাদুশঙ্কার।

৪ ওভারে মাত্র ২২ রান খরচ করা থিকশানা সুপার ওভারেও বাজিমাত করেন, দেন মাত্র ৮ রান। যেখানে চারিথ আসালাঙ্কা একটি করে চার ও ছক্কায় দলের জয় নিশ্চিত করেন। ম্যাচসেরার পুরস্কারও বাগিয়ে নেন আসালাঙ্কা।

৯৭ ডেস্ক

Read Previous

না ফেরার দেশে সেলিম দুরানি

Read Next

অনলাইনে মিরপুর টেস্টের টিকিট বিক্রি শুরু

Total
0
Share