না ফেরার দেশে সেলিম দুরানি

না ফেরার দেশে সেলিম দুরানি
Vinkmag ad

ভারতের সাবেক অলরাউন্ডার সেলিম দুরানি পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। ৮৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। পিটিআই (প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া) মতে তিনি তার ভাই জাহাঙ্গীর দুরানির সঙ্গে গুজরাটের জামনগরে থাকতেন।

চলতি বছরের জানুয়ারিতে উরুর হাড় ভেঙে যাওয়ার পর দুরানি একটি প্রক্সিমাল ফেমোরাল নেইল সার্জারি করিয়েছিলেন।

ভারতের হয়ে ২৯ টেস্ট খেলেছেন দুরানি। ১২০২ রান করার পাশাপাশি নিয়েছেন ৭৫ উইকেট। তিনি বাঁহাতি ব্যাটার ছিলেন, বাঁহাতে করতেন স্পিন। ছক্কা মারতে সিদ্ধহস্ত ছিলেন তিনি।

তিনি ভারতীয় ক্রিকেটে স্মরণীয় হয়ে থাকবেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের প্রথম ম্যাচে তার বোলিংয়ের জন্য। সুনীল গাভাস্কারের টেস্ট অভিষেকে ১৭ ওভার বল করে ২১ রান দিয়েছিলেন দুরানি। নিয়েছিলেন ক্লাইভ লয়েড, গ্যারি সোবার্সের উইকেট।

ঘরের মাঠে ১৯৬১-৬২ তে ইংল্যান্ডের বিপক্ষে দাপুটে পারফরম্যান্স করেছিলেন দুরানি। সিরিজে ২৩ উইকেট নেন তিনি, ৯ ইনিংসে।

ভারতের হয়ে খেললেও ১৯৩৪ সালে দুরানির জন্ম আফগানিস্তানের কাবুলে। ১৯৬০ সালে টেস্ট অভিষেক হওয়া দুরানি শেষ টেস্ট খেলেন ১৯৭৩ সালে।

৯৭ ডেস্ক

Read Previous

এক ক্যাচ ধরতে গিয়ে গোটা আইপিএল শেষ উইলিয়ামসনের

Read Next

অকল্যান্ডে সুপার ওভার রোমাঞ্চ, শেষ হাসি শ্রীলঙ্কার

Total
0
Share