এনওসি ইস্যুতে কড়া কথা শোনালেন বিসিবি বস

একটু হলে জ্ঞান হারাতেন পাপন

বাংলাদেশ থেকে আইপিএলে যারা সুযোগ পেয়েছেন তাদের থেকে এখনই কিছু প্রত‌্যাশা করছেন না নাজমুল হাসান পাপন। আয়ারল্যান্ডের বিরুদ্ধে একমাত্র টেস্ট শেষ হওয়ার আগ পর্যন্ত সাকিব, লিটনকে এনওসি না দেওয়ার সিদ্ধান্তেই অটল বিসিবি। যারা বলছে এনওসি পেয়ে গেছে সাকিব-লিটন; তাদের উদ্দেশ্যে শোনালেন কড়া কথা।

আইপিএল খেলতে সাকিব, লিটনের এনওসি পাওয়া নিয়ে দেশের ক্রিকেটাঙ্গনে চলছে জোরালো আলোচনা। তবে সব ছাপিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আছে তাদের সিদ্ধান্তের আগের অবস্থানেই।

বেশ কিছু সংবাদমাধ্যম খবরও প্রকাশ করেছে, ‘বিসিবি মত বদলিয়েছে’, সাকিবরা শুরুতেই যাচ্ছেন আইপিএলে’; এ সব কিছুই যেন উড়িয়ে দিলেন নাজমুল হাসান পাপন। দিলেন জ্বালাময়ী বক্তব্য,

‘মত বদলিয়েছি মানে? আমরা ওদেরকে বলেছি…আইপিএল থেকে যখন ওদের নিয়ে জানতে চাওয়া হয়েছিল ওরা কখন অ‌্যাভেইলেভেল আমরা ওদের বলেছি। সেই অনুযায়ী ওদের নেওয়া হয়েছে। আমরা সেই অনুযায়ী তাদেরকে ছেড়ে দেব। এরপর সিদ্ধান্ত যদি কোনোদিন পরিবর্তন হয় তাহলে বিসিবি আপনাদের জানাবে। এটাই আমি বলছি বারবার। আমরা তো কিছু জানাইনি। আপনারা যদি এনওসি দিয়ে থাকেন তাহলে দিতে পারেন। আমরা এখনো দেইনি। আমরা এর বাইরে কিছু জানি না। একটা কথা বারবার বলতে হয়, প্রতিবার একই কথা বলে যাচ্ছি আপনাদের। এবং এমনও দেখেছি, শুনেছি এনওসি নাকি দিয়েই দেওয়া হয়েছে। আশ্চর্য কথা। আমরা জানি না এটাই হলো সমস‌্যা।’

আয়ারল‌্যান্ডের বিপক্ষে ৪ এপ্রিল থেকে শুরু হওয়া একমাত্র টেস্টে সাকিব, লিটনের না খেলার কোনো কারণ দেখছেন না বিসিবি বস।

‘আমি না খেলার কোনো কারণ দেখি না। ইনজুরিতে তো নেই। তাহলে খেলবে না কেন? একটা কারণ তো থাকতে হয় না খেলার পেছনে। আমি এভাবে দেখি আর কি।’

সাকিব-লিটনদের আইপিএলে সুযোগ হওয়া নিয়ে সন্দিহান বিসিবি সভাপতি, তাই এক্সপেক্টেশন নিয়ে বলতে চান না কিছুই,

‘প্রত‌্যাশা…খেলা কিনা তাও তো জানি না। আপনি যদি আমাকে কনফার্ম করতে পারেন খেলাবে তাহলে আমি প্রত‌্যাশা করতে পারি। যদি না খেলায় তাহলে কি প্রত‌্যাশা করবো। আগে দেখি খেলায় কিনা।’

৯৭ প্রতিবেদক

Read Previous

আইপিএলে ফুটবলের ছোঁয়া, ‘সাবস্টিটিউট’ নিয়ে নামল দুই দল

Read Next

ইতিহাসের প্রথম ইমপ্যাক্ট ক্রিকেটার হলেন তুষার দেশপান্ডে

Total
0
Share