অ্যাওয়ে সিরিজের আগে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ

featured photo1 13
Vinkmag ad

আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের অ্যাওয়ে ওয়ানডে সিরিজের আগে হবে একটি প্রস্তুতি ম্যাচ। ৫০ ওভারের এই ম্যাচে তামিম, মুশফিকদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড উলভস।

ক্রিকেট আয়ারল্যান্ড আজ নিশ্চিত করেছে যে, আয়ারল্যান্ড এবং বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচের বিশ্বকাপ সুপার লিগ সিরিজের আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলা হবে।

আয়ারল্যান্ড উলভস এবং বাংলাদেশের এই ম্যাচ মাঠে গড়াবে ৫ মে। আনঅফিসিয়াল ম্যাচটি ক্লোজডোর স্টেডিয়ামে খেলবে দুই দল।

এরপর ৯ মে থেকে শুরু হওয়া ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের চেমসফোর্ডের ক্লাউড কাউন্টি গ্রাউন্ডে। দুই দলেরই আইসিসি ওয়ার্ল্ড কাপ সুপার লিগে এটিই শেষ সিরিজ।

এই সিরিজে আয়ারল্যান্ড ৩-০ তে না জিতলে তাদের জুনে জিম্বাবুয়েতে বিশ্বকাপ কোয়ালিফাইং খেলতে হবে। আর একটি মাত্র হারলেই দক্ষিণ আফ্রিকার জন্য হবে দারুণ সুযোগ।

বাংলাদেশের বিপক্ষে ওয়ার্ল্ড কাপ সুপার লিগের আয়ারল্যান্ডের ম্যাচের সূচি-

১ম ওয়ানডে- ৯ মে, চেমসফোর্ড
২য় ওয়ানডে- ১২ মে, চেমসফোর্ড
৩য় ওয়ানডে- ১৪ মে, চেমসফোর্ড।

৯৭ ডেস্ক

Read Previous

দিল্লিতে পান্টের বিকল্প বেঙ্গলের অখ্যাত পোরেল

Read Next

শ্রীলঙ্কা বা বাংলাদেশে বিশ্বকাপ খেলতে চায় পাকিস্তান

Total
0
Share