দিল্লিতে পান্টের বিকল্প বেঙ্গলের অখ্যাত পোরেল

দিল্লিতে পান্টের বিকল্প বেঙ্গলের অখ্যাত পোরেল
Vinkmag ad

আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালস তাদের অধিনায়ক রিশাব পান্টের বিকল্প হিসাবে বেঙ্গলের উইকেটরক্ষক ব্যাটারকে দলে টানছে। আইপিএলের আসন্ন আসরে ২০ বছর বয়সী অভিষেক পোরেল জায়গা নিচ্ছেন দুর্ঘটনার জেরে মাঠের বাইরে থাকা রিশাব পান্টের।

ডিসেম্বরে এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন দিল্লির অধিনায়ক, ভারতের উইকেটরক্ষক ব্যাটার রিশাব পান্ট। এখনও ম্যাচ খেলার অবস্থায় আসেননি পান্ট। তাই বাধ্য হয়েই নতুন অধিনায়কের নাম ঘোষণা করতে হয় দিল্লিকে। অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার ডেভিড ওয়ার্নার নেতৃত্ব দিবেন ফ্র্যাঞ্চাইজিটিকে।

পোরেল, বেঙ্গলের হয়ে খেলে থাকেন, ব্যাট করেন বাঁহাতে। সাথে সামলান উইকেটরক্ষকের দায়িত্ব। ঠিক যেনো রিশাব পান্টের মতো।

তরুণ তুর্কি অভিষেক পোরেল তার পেশাদার ক্যারিয়ার শুরু করেন গেলবছর। পিটিআই (প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া) সূত্রমতে এবার তার সুযোগ মিলছে আইপিএলে।

দিল্লি ক্যাপিটালস স্কোয়াড-

অভিষেক পোরেল, পৃথ্বী শ, ডেভিড ওয়ার্নার (অধিনায়ক, অস্ট্রেলিয়া), সরফরাজ খান, ইয়াশ ধুল, রভম্যান পাওয়েল (ওয়েস্ট ইন্ডিজ), রাইলি রুশো (দক্ষিণ আফ্রিকা), ফিল সল্ট (ইংল্যান্ড), মনীশ পান্ডে, আক্সার প্যাটেল, ললিত যাদব, ভিকি অস্তোয়াল, রিপাল প্যাটেল, মিচেল মার্শ (অস্ট্রেলিয়া), আনরিখ নরকিয়া (দক্ষিণ আফ্রিকা), খলিল আহমেদ, লুঙ্গি এনগিডি (দক্ষিণ আফ্রিকা), চেতন সাকারিয়া, প্রবীন দুবে, কমলেশ নাগারকোটি, কুলদ্বীপ যাদব, মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ), আমান খান, ইশান্ত শর্মা, মুকেশ কুমার।

৯৭ ডেস্ক

Read Previous

আইপিএল ওপেনিং সেরেমনিতে পারফর্ম করবেন যারা

Read Next

অ্যাওয়ে সিরিজের আগে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ

Total
0
Share