দক্ষিণ আফ্রিকার সরাসরি বিশ্বকাপে যেতে লাগবে বাংলাদেশের সাহায্য

বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফরের সূচি চূড়ান্ত
Vinkmag ad

নেদারল্যান্ডসের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজটি এবারের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার সরাসরি যোগ্যতা নির্ধারণে বিশাল ভূমিকা রাখবে। তবুও প্রোটিয়াদের তাকিয়ে থাকতে হবে বাংলাদেশের দিকে। বাংলাদেশ দলকে অন্তত একটি ম্যাচ জিততে হবে আয়ারল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে সিরিজে।

আগামী অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হতে চলা ওয়ানডে বিশ্বকাপে সরাসরি দক্ষিণ আফ্রিকার খেলা হবে কিনা, সেই নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

গেল অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা মাস্ট উইন ম্যাচে মুখ থুবড়ে পড়ে নেদারল্যান্ডসের বিরুদ্ধে। অবিশ্বাস্য হারে তাদের বিশ্বকাপ অভিযান শেষ হয়ে যায়। এবার সেই নেদারল্যান্ডসের বিরুদ্ধে হোম সিরিজ জিতেই প্রোটিয়াদের নিতে হবে বিশ্বকাপের টিকিট।

৩১শে মার্চ থেকে শুরু হওয়া দুই ম্যাচের ওয়ানডে সিরিজে একটি পূর্ণ শক্তির দক্ষিণ আফ্রিকা দল নেদারল্যান্ডসের মুখোমুখি হবে। ভারতের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের সেরা সুযোগ তাদের সামনে, সিরিজের দুই ওডিআইয়ের দু’টিতেই জিততে হবে টেম্বা বাভুমার দলকে।

কোনো ওভার-রেট পেনাল্টি ছাড়াই দক্ষিণ আফ্রিকা যদি দুই ওয়ানডে জিতে, তবে মে মাসে তিন ম্যাচের সিরিজে আয়ারল্যান্ড বাংলাদেশের বিপক্ষে অন্তত একটি ওয়ানডে হারলে প্রোটিয়ারা সরাসরি ভারতে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে।

নেদারল্যান্ডসের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার স্কোয়াড:

টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক, বিজর্ন ফরচুইন, রেজা হেনড্রিকস, মার্কো জানসেন, হেনরিখ ক্লাসেন, সিসান্ডা মাগালা, এইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, আনরিখ নরকিয়া, ওয়েইন পারনেল, কাগিসো রাবাদা, তাব্রাইজ শামসি এবং ভ্যান ডার ডুসেন।

ফিক্সচার-

৩১ মার্চ, প্রথম ওয়ানডে, বেনোনি
২ এপ্রিল, দ্বিতীয় ওয়ানডে, জোহানেসবার্গ।

৯৭ ডেস্ক

Read Previous

এলপিএল জুলাই-আগস্টে, আশেপাশে এমএলসি, দ্য হান্ড্রেড

Read Next

‘আমরা সবাই ভাই-ভাই, হতে চাই বিশ্বমানের’

Total
0
Share