

আইপিএল ২০২৩ আসরে কোলকাতার নতুন অধিনায়ক নিতিশ রানা। নিয়মিত অধিনায়ক শ্রেয়াস আইয়ারের অনুপস্থিতিতে কোলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দলের অধিনায়কত্ব করবেন নিতিশ।
জল্পনার অবসান, নতুন অধিনায়ক বেছে নিল কেকেআর। কোলকাতার ফ্র্যাঞ্চাইজি তাদের সোশ্যাল মিডিয়ায় আসন্ন মৌসুমের জন্য অধিনায়ক হিসেবে নিতিশ রানার নাম ঘোষণা করে।
নিতিশ রানাকে এক ভিডিও পোস্ট করে কেকেআর লিখেছে, ‘ক্যাপ্টেন…এটা শুধু ট্রেইলর। অ্যাকশন শুরু হবে ১ এপ্রিল ২০২৩।’
Kaptaan – ???????? ???????????? ???????????? ???????????????????????????? ????????????. Action begins, 1st April 2023 ????????@NitishRana_27 #AmiKKR #KKR #TATAIPL2023 pic.twitter.com/q6ofcO2WGG
— KolkataKnightRiders (@KKRiders) March 27, 2023
????????????????’???? ???????? ???????????? ????????????????????! Welcome, Captain! ????????@NitishRana_27 #AmiKKR #KKR #TATAIPL2023 #Leader #NitishRana #Nitish pic.twitter.com/Z9UAKToYWj
— KolkataKnightRiders (@KKRiders) March 27, 2023
ভারতের ঘরোয়া টুর্নামেন্টে দিল্লিকে সাদা বলের ক্রিকেটে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে নিতিশ রানার। ২০১৮ সাল থেকে আইপিএলে কেকেআরের হয়ে খেলছেন এই বাঁ-হাতি ব্যাটার। তার উপরই এবার বড় আস্থা রাখছে ফ্র্যাঞ্চাইজিটি।
এবার আইপিএলে বাংলাদেশের দুই স্টার একই দলে। বিসিবির অনাপত্তিপত্র মিললেই কোলকাতা নাইট রাইডার্সের হয়ে প্রথমবারের মতো আইপিএল মাতাতে যাবেন টাইগার তারকা ওপেনার লিটন দাস। তার সঙ্গী কেকেআরের হয়ে শিরোপা জেতা অলরাউন্ডার সাকিব আল হাসান।
আইপিএল শুরু হচ্ছে ৩১ মার্চ থেকে। ১ এপ্রিল মোহালিতে পাঞ্জাব কিংসের বিপক্ষে কোলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচ।
পিঠের চোটের জন্য আইপিএলের প্রাথমিক পর্ব থেকে ছিটকে গিয়েছেন শ্রেয়াস আইয়ার। পুরো টুর্নামেন্টেই তাঁকে না পাওয়ার সম্ভাবনাই বেশি।