

মিরপুরে চলমান ডিপিএলে মোহাম্মদ মিঠুনের অনবদ্য ব্যাটিংয়ের পর রুবেল হোসেনের গতির ঝড়। আর তাতেই শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৭৮ রানের বড় জয় তুলে নিল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। এবারের মৌসুমে তিন ম্যাচের তিনটিতেই জিতল মিঠুনের দল।
৯৩ রানের ইনিংসের সুবাদে ম্যাচ সেরার পুরস্কার মোহাম্মদ মিঠুনের হাতে। তবে বল হাতে মাত্র ৩৬ রান খরচায় ৪ উইকেট দখলে নিয়ে প্রাইম ব্যাংকের জয়ের অন্যতম নায়ক পেসার রুবেল হোসেন।
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ১৫তম ম্যাচে মিরপুর শের-ই-বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও শাইনপুকুর ক্রিকেট ক্লাব। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন প্রাইম ব্যাংকের দলপতি মোহাম্মদ মিঠুন।
ইনিংসের শুরুতেই উইকেট হারান ওপেনার হাসানুজ্জামান (০)। এরপর মোহাম্মদ মিঠুন এসে আরেক ওপেনার প্রান্তিক নওরোজ নাবিলকে নিয়ে লড়াই চালান। এই দুইয়ের ১৩২ রানের জুটি ভাঙে ৪৩ রানে থাকা নাবিলের বিদায়ে। এরমাঝেই ফিফটি পূর্ণ করে মিঠুন ছুটতে থাকেন শতরানের দিকে।
নাসির হোসেনের ব্যাট থেকে আসে ১২ রান। কিন্তু নার্ভাস নাইন্টিজে আটকা পড়েন মিঠুন। হাসান মুরাদের বলে স্টাম্প হারালে তাকে ফিরতে হয় ৭ রানের আক্ষেপ নিয়ে। ৯৭ বলে ১০ চার ও ৩ ছয়ে সাজানো অধিনায়ক মিঠুনের অনবদ্য ৯৩ রানের ইনিংস।
এরপর আদিল আমিনের সঙ্গে জুটি হয় আল-আমিনের। ব্যক্তিগত ৩৯ রানে আল-আমিন হাটেন সাজঘরের পথে। কিন্তু থেকে যান আদিল। দলকে টেনে নিয়ে যান বড় সংগ্রহে। এছাড়া অলক কাপালি ১৬ বলে খেলেছেন ২৮ রানের ক্যামিও। শাইনপুকুরের ফরহাদ রেজা ইনিংসের শেষ ওভারে শিকার করেন ৩ উইকেট। শেষপর্যন্ত ৮ উইকেট হারিয়ে প্রাইম ব্যাংকের ইনিংস থামে ২৯৫ রানে।
বড় লক্ষ্য তাড়ায় নেমে রুবেল হোসেনের পেস আগুনে পুড়েছেন শাইনপুকুরের দুই ওপেনার। অভিষেক মিত্র করেন কেবল দুই, খালিদ হাসান ১৯ রানে হয়েছেন বোল্ড। ১৫ রানের বেশি পাননি অধিনায়ক অমিত হাসান। তবে ব্যতিক্রম ছিলেন ভারতীয় ব্যাটার সঙ্গীত ক্যোরে। তিনি অবশ্য ১ রানের জন্য পাননি অর্ধশতকের দেখা।
সাজ্জাদুল হক (১৬) ও ফরহাদ রেজা (০) বিদায় নিয়েছেন দ্রুত। ১৪২ রানে ৬ উইকেট হারিয়ে ফেলা শাইনপুকুরকে টেনে তুলেন আমিনুল ইসলাম বিপ্লব ও মেহেদী হাসান রানা। দারুণ খেলেও দু’জনের কেউই পাননি ফিফটির দেখা। ৪১ রানে থাকা আমিনুলকে ফিরতি ক্যাচ নিয়ে ফেরান তাইজুল ইসলাম
মেহেদী হাসান রানাকে ৪৬ রানে আউট করে এক বল পরে হাসান মুরাদকেও (১৬) ফিরিয়ে দেন রুবেল হোসেন। পরের ওভারে রেজাউর রহমান রাজা এসে শেষ উইকেট নাহিদ রানাকে বিদায় করে প্রাইম ব্যাংকের ৭৮ রানের জয় নিশ্চিত করেন।