চিরাগ জানিতে ম্লান তামিমের ১৪২

চিরাগ জানিতে ম্লান তামিমের ১৪২
Vinkmag ad

ডিপিএল (ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ) ২০২২-২৩ এ দারুণ শুরু করেছে লেজেন্ডস অ রুপগঞ্জ। টানা ৩ জয় তুলে নিয়েছে দলটি। ৩ ম্যাচের ২ টিতেই ম্যাচসেরা হয়েছেন ভারতীয় রিক্রুট চিরাগ জানি।

সাভারের বিকেএসপি (বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান) ৩ নম্বর গ্রাউন্ডে রান প্রসবা ম্যাচে লেজেন্ডস অব রুপগঞ্জ ৩ উইকেটে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে।

টসে জিতে আগে ব্রাদার্সকে আগে ব্যাট করতে পাঠায় রুপগঞ্জ। ওপেনার তানজিদ হাসান তামিমের ক্যারিয়ার সেরা ইনিংসে ২৯৯ রান স্কোরবোর্ডে জমা করে ব্রাদার্স।

১৪২ বলে ১৪ চার ও ৪ ছয়ে ১৪২ রানের রাজসিক ইনিংস খেলেন তামিম। এছাড়া অপরাজিত ফিফটি করেন মাইশুকুর রহমান। ৪৯ বলে ২ চার ও ১ ছয়ে ৫৩ রান করেন তিনি।

তামিমের অমন ইনিংসের পরেও ব্রাদার্সকে ২৯৯ তে বেধে রাখতে অবদান রাখেন সোহাগ গাজী, চিরাগ জানিরা। দুজনেই ওভারপ্রতি ৬ এর কম রান দেন। ১০ ওভারে ৪৭ রান খরচে ২ উইকেট নেন চিরাগ।

জবাব দিতে নেমে লেজেন্ডস অব রুপগঞ্জ উড়ন্ত শুরু পায় পারভেজ হোসেন ইমনের ব্যাটে। ৪৩ বলে ৪ চার ও ৭ ছয়ে ৬৬ রান করেন এই ওপেনার। তবে আগের ম্যাচের ম্যাচসেরা সাব্বির রহমান ৩৪ রান করলেও খেলেন ৪৩ বল।

ইরফান শুক্কুর ও ৬৯ বল খেলে করেন ৫৩ রান। দ্রুত রান তোলার তাগিদ ছিল চিরাগ জানির। সেই কাজটা করেছেন তিনি দারুণভাবে। ৮৪ বলে ৭ চার ও ১ ছয়ে ৯৪ রান করে চিরাগ যখন ফেরেন দলের রান তখন ২৯২। ১৪ বলে দরকার আর মাত্র ৮ রান। যা রুপগঞ্জ করে ফেলে ৮ বল হাতে রেখেই।

সংক্ষিপ্ত স্কোরঃ

ব্রাদার্স ইউনিয়ন ২৯৯/৫ (৫০), মিজানুর ২০, তামিম ১৪২, সাব্বির ৩৭, ইমন ২৮, মাইশুকুর ৫৩*, জাহিদুজ্জামান ৭, নাদিফ ১*; গাজী ৭-০-৩৫-১, চিরাগ ১০-০-৪৭-২, আল আমিন ১০-০-৬৭-১, মাশরাফি ১০-০-৬৯-১

লেজেন্ডস অব রুপগঞ্জ ৩০২/৭ (৪৮.৪), মুনিম ১০, ইমন ৬৬, সাব্বির ৩৪, শুক্কুর ৫৩, চিরাগ ৯৪, মাশরাফি ০, তানবীর ১৩, গাজী ১৩*, মুক্তার ০*; সঞ্জিত ১০-১-৫১-১, সাব্বির ৮-০-৪১-৩, রাহাতুল ১০-০-৬০-৩

ফলাফলঃ লেজেন্ডস অব রুপগঞ্জ ৩ উইকেটে জয়ী

ম্যাচসেরাঃ চিরাগ জানি (লেজেন্ডস অব রুপগঞ্জ)।

৯৭ প্রতিবেদক

Read Previous

রাশিদের নেতৃত্বে পাকিস্তানের বিরুদ্ধে লড়বে আফগানিস্তান

Read Next

ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ভড়কে দিয়েছিল সিটি ক্লাব

Total
0
Share