রাশিদের নেতৃত্বে পাকিস্তানের বিরুদ্ধে লড়বে আফগানিস্তান

বাবরের বিপক্ষে বল করতে মুখিয়ে আছেন রাশিদ খান
Vinkmag ad

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের নির্বাচক প্যানেল পাকিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের হোম টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৭ সদস্যের ঘোষণা করেছে। সিরিজটি ২৪ থেকে ২৭ মার্চ শারজাহতে অনুষ্ঠিত হবে। নেতৃত্বে সম্প্রতি পিএসল চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্সের রাশিদ খান।

আফগানিস্তান জাতীয় দলে প্রথমবারের মতো বাঁ-হাতি ওপেনার সেদিকুল্লাহ অটল। পাকিস্তানের বিপক্ষেই অভিষেক হতে পারে এই সম্ভাবনাময় ব্যাটারের। এছাড়াও, গত বছর আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের নেতৃত্ব দেওয়া অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবীকে দলে ফেরানো হয়েছে।

সবশেষ সংযুক্ত আরব আমিরাত সফরের সময় আফগানিস্তান স্কোয়াডে থাকা নিজাত মাসুদ এবং জহির খানকে রিজার্ভ হিসাবে রাখা হয়েছে। তবে রহমত শাহ এবং হজরতউল্লাহ জাজাইকে দল থেকে বাদ দেওয়া হয়েছে।

আফগানিস্তান স্কোয়াড:

রাশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান, উসমান গনি, সেদিকুল্লাহ অটল, নাজিবউল্লাহ জাদরান, আফসার জাজাই, করিম জানাত, মোহাম্মদ নবী, আজমাতউল্লাহ ওমরজাই, গুলবেদিন নাইব, শরফুদ্দিন আশরাফ, নূর আহমদ, মুজিব উর রহমান, ফরিদ আহমদ, ফজল হক ফারুকী এবং নাবিন উল হক।

রিজার্ভ খেলোয়াড়- নাঙ্গিয়াল খারোতি, জহির খান এবং নিজাত মাসুদ।

সিরিজের সময়সূচী:

২৪শে মার্চ – ১ম টি-টোয়েন্টি, শারজাহ ক্রিকেট স্টেডিয়াম
২৬ মার্চ – ২য় টি-টোয়েন্টি, শারজাহ ক্রিকেট স্টেডিয়াম
২৭ মার্চ – ৩য় টি-টোয়েন্টি, শারজাহ ক্রিকেট স্টেডিয়াম, সংযুক্ত আরব আমিরাত।

৯৭ ডেস্ক

Read Previous

যে পারে সে সবই পারে: সাকিব

Read Next

চিরাগ জানিতে ম্লান তামিমের ১৪২

Total
0
Share