বৃষ্টির কারণে জয় পেল না বাংলাদেশ

featured photo updated v 26
Vinkmag ad

আয়ারল্যান্ডের বিপক্ষে রানের পাহাড় গড়েও জয় পেল না বাংলাদেশ। ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ করা এই ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। মুশফিকের রেকর্ড সেঞ্চুরি জয় দিয়ে উদযাপন করতে পারল না দল। টানা বৃষ্টির কারণে ব্যাটিংয়ে নামার সুযোগই পায়নি আইরিশরা।

চৈত্রের প্রথম সপ্তাহে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টি। দ্বিতীয় ওয়ানডে শেষ করা যায়নি। নির্ধারিত সময়ের মধ্যে বৃষ্টি না থামায় রাত ৮টা ৩২ মিনিটে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন অনফিল্ড আম্পায়াররা। সিরিজের শেষ ওয়ানডে আগামী ২৩ মার্চ। ১-০’তে এগিয়ে থাকা তামিম ইকবালের দলের অপেক্ষা বাড়ল।

এরপর লিটন দাসের ৭০ ও নাজমুল হোসেন শান্ত’র ৭৩ রানের ইনিংসের পর মুশফিকুর রহিমের তান্ডব। আইরিশ বোলারদের ধ্বংসস্তূপ বানিয়ে মুশফিক পূর্ণ করেন সেঞ্চুরি। আর তাতেই বাংলাদেশের সংগ্রহ ৩৪৯।

ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ এখন এটিই। এর আগের সর্বোচ্চ রানের ইনিংস একদিন আগেই আয়ারল্যান্ডের বিপক্ষে, ৩৩৮/৮। মুশফিকুর রহিমের হার-না-মানা সেঞ্চুরি ৬০ বলে।

সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ টস হেরে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। অধিনায়ক তামিম ইকবাল শুরু থেকেই ধুঁকতে থাকেন। যখন হাত খুলে মারতে শুরু করেন তখনই হয়েছেন রান আউটের শিকার। ৩১ বলে ২৩ করে ফিরে যান প্যাভিলিয়নে।

এরপর লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত’র লড়াই। এই দুইয়ের ব্যাটে ১০১ রানের জুটি। শুরুটা ধীরগতির হলেও ফিফটি হাঁকিয়ে লিটন হয়ে উঠেন মারমুখী। শেষপর্যন্ত তার ইনিংস থামে ৭০ রানে। ৭১ বলে সমান ৩ চার ও ছয়ে এই ইনিংস সাজান ওপেনার লিটন।

প্রথম ওয়ানডেতে ৯৩ করা সাকিব আল হাসান আজ উইকেট হারান ১৭ রান করতেই। দারুণ খেলতে থাকা নাজমুল হোসেন শান্তও ইনিংস টেনে নিয়ে যেতে পারেননি শতরানে। ৭৭ বলে ৭৩ রান করা শান্তকে বিদায় করেন গ্রাহাম হিউম দখলে নেন ২য় উইকেট। পাঁচে নামা তরুণ তৌহিদ হৃদয়কে সঙ্গ দিতে আসেন অভিজ্ঞ মুশফিকুর রহিম।

অভিষেক ম্যাচে ৮ রানের জন্য সেঞ্চুরি মিস করা তৌহিদ হৃদয় আজ আউট হন ৪৯ রানে। মাত্র ৩৪ বল খেলে ৪ বাউন্ডারি ও ১ ছক্কায় হৃদয় ঝড় তুলেন সিলেটে। হৃদয় ফিরলেও থামেনি মুশফিকের ব্যাটের তান্ডব। এরমাঝেই মুশফিক ৩৩ বলে তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের ৪৪তম ফিফটি। মুশফিক রীতিমতো তুলোধুনা করে দেন আইরিশ বোলিং লাইনকে।

ইনিংসের শেষ ওভারের প্রথম বলেই গ্রাহাম হিউমের তৃতীয় শিকারে পরিণত হন ইয়াসির আলি চৌধুরী রাব্বি (৭)। রান বন্যার ম্যাচে যেন ইয়াসিরই একমাত্র রানখরায়।

শেষ বলে মুশফিক সেঞ্চুরি পূর্ণ করেন, মাত্র ৬০ বলে। আর তাতেই বাংলাদেশ স্কোরবোর্ডে জমা করে ৩৪৯ রানের বড় সংগ্রহ।

৯৭ প্রতিবেদক

Read Previous

সাকিবের গড়া ১৪ বছর আগের রেকর্ড ভাঙলেন মুশফিক

Read Next

পুলিশ সার্জেন্টকে আতহার আলি খানের কৃতজ্ঞতা

Total
0
Share