অধিনায়কের ফিফটিতে ঘুরে দাঁড়াল বাংলাদেশ

অধিনায়কের ফিফটিতে ঘুরে দাঁড়াল বাংলাদেশ
Vinkmag ad

আবু ধাবিতে ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। অধিনায়ক আহরার আমিনের ফিফটির সঙ্গে জিসানের ৪০ আর রিজওয়ানের ৩৮ রান। শেষপর্যন্ত ৮ উইকেট হারিয়ে টাইগার যুবারা স্কোরবোর্ডে জমা করে ২২৯ রান।

জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে লঙ্কান যুবাদের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। কোনো উইকেট না খুইয়েই দুই ওপেনার কাটিয়ে দেন প্রথম পাওয়ার-প্লের দশ ওভার। তবে উদ্বোধনী জুটি ভাঙে দলীয় ৩৯ রানে। ব্যক্তিগত ১৮ রানে বিদায় নেন আশিকুর রহমান শিবলি।

তিনে নামা জিসান আলম ঝড়ো ব্যাটিংয়ে পেয়েছেন ৪০ রান। ৩৭ বল খেলে ২ চার ও তিন ছয়ে এই ইনিংস। আরেক ওপেনার মোহাম্মদ রিজওয়ান চৌধুরী ৩৮ রান করে ফিরেছেন প্যাভিলিয়নে। আরিফুল ইসলাম ১৭ রানের বেশি করতে পারেননি।

২ ছক্কায় ১৬ রানে থাকা শিহাব জেমস সাজঘরে যান লেগ বিফোরের ফাঁদে পড়ে। শিয়াম হোসেন দিপুর সংগ্রহ কেবল ১। শেখ পারভেজ জীবনের ব্যাট থেকে আসে ১১ বলে ১৪ রান। কেউ থিতু না হতে পারলেও অধিনায়ক আহরার আমিন এদিন ছিলেন দুর্দান্ত। তার দায়িত্বশীল ব্যাটিংয়ে দুইশোর গণ্ডি টপকায় দল।

ইনিংসের শেষ বলে ফিফটি হাঁকাতে অধিনায়ক আহরার আমিনের প্রয়োজন ছিল ১ রানের। দৌড়ে ১ নিয়ে ফিফটি পূর্ণ করে ডাবল নিতে গিয়ে হয়েছেন রান আউট। ৭০ বল খেলে ৩ চার ও ২ ছক্কায় ৫০ করে দলকে ২২৯ রানের সংগ্রহ এনে দেন আমিন।

বল হাতে লঙ্কান মালশা থারুপাথি শিকার করেন সর্বোচ্চ ৩ উইকেট। মাত্র ৩৫ রান খরচায়।

৯৭ ডেস্ক

Read Previous

সিলেটে আফতাবকে টপকে গেলেন লিটন

Read Next

মুশফিকের ঝড়ো সেঞ্চুরিতে বাংলাদেশের সর্বোচ্চ রান

Total
0
Share