

ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ১২৪ রানের বড় জয় দিয়ে এবারের ডিপিএল (ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ) শুরু করেছিল আবাহনী লিমিটেড। ২য় ম্যাচেও বৃষ্টি আইনে জয় পেয়েছে ঢাকার ঐতিহ্যবাহী এই ক্লাবটি। শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে তারা হারিয়েছে ১০ রানের ব্যবধানে।
ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে টসে জিতে আগে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ব্যাটিংয়ে পাঠায় আবাহনী। বৃষ্টির বাগড়ায় শাইনপুকুর ব্যাট করতে পারে ৩৩ ওভার।
যেখানে ৮ উইকেট হারিয়ে ১৯৬ রান স্কোরবোর্ডে জমা করতে পারে তারা। দুই ওপেনার অভিষেক মিত্র (৩৩) ও খালিদ হাসান (৩৫) শুরুটা ভালো করেন। তবে দুজনকেই থামান তানভীর ইসলাম।
অভিষেক মিত্রকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলার পর খালিদ হাসানকে করেন বোল্ড। পরে তানভীর ফেরান শাইনপুকুরের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করা সাজ্জাদুল হক রিপনকেও। তানভীর ইসলাম ছাড়াও রাকিবুল হাসান ও সাইফউদ্দিন উইকেট (২ টি করে) পাবার তালিকায় নাম তুললে রান বড় হয়নি শাইনপুকুরের।
জবাব দিতে নেমে আবাহনী লিমিটেড ২১ ওভার ব্যাট করার সুযোগ পায়। যেখানে তারা ১ উইকেট হারিয়ে তোলে ১১৪ রান। বৃষ্টি আইনে তাদের লক্ষ্য ২১ ওভারে হত ১০৪ রান। তাই তাদের জয় আসে ১০ রানের।
আবাহনীর পক্ষে ফিফটি করে অপরাজিত থাকেন এনামুল হক বিজয়। ৬৪ বল খেলে ১ চার ও ৪ ছয়ে ৫৪ রান করেন তিনি। নাইম শেখ খেলেন ৪৮ বলে ৪৩ রানের ইনিংস। ১৬ বলে ১৩ রান করে অপরাজিত থাকেন মাহমুদুল হাসান জয়।
বল হাতে ৬ ওভারে ২৭ রান খরচে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হন তানভীর ইসলাম।