৩০০ বলের খেলায় ২৩৪ বল হাতে রেখেই জিতল অস্ট্রেলিয়া

৩০০ বলের খেলায় ২৩৪ বল হাতে রেখেই জিতল অস্ট্রেলিয়া
Vinkmag ad

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ জিতেছে ভারত। জিতেছে প্রথম ওয়ানডে ম্যাচেও। তবে দ্বিতীয় ম্যাচে এসে বড়সড় লজ্জার সম্মুখিন হয়েছে স্বাগতিকরা। বিশাখাপাটনামে ওয়ানডে ইতিহাসে নিজেদের সবচেয়ে ভারী পরাজয় (বল বাকি থাকা) সঙ্গী হয়েছে রোহিত শর্মার দলের।

ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট টি-টোয়েন্টিতেও দুই দল মিলে খেলে ৪০ ওভার। বিশাখাপাটনামে ভারত ও অস্ট্রেলিয়ার ওয়ানডে ম্যাচের নিষ্পত্তি হয়েছে ৩৭ ওভারে!

আগে ব্যাট করে ২৬ ওভারে ১১৭ রানেই গুটিয়ে যায় ভারত, জবাবে কেবল ১১ ওভারেই কোন উইকেট না হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় অজিরা।

 

View this post on Instagram

 

A post shared by cricket97 (@cricket97bd)

ডক্টর ওয়াই.এস রাজশেখারা রেড্ডী এসি-ভিডিসিএ ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ভারতকে ব্যাটিংয়ে পাঠান এই সিরিজে অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব করতে থাকা স্টিভ স্মিথ।

প্রথম ওভারেই ভারতীয় শিবিরে আঘাত হানেন মিচেল স্টার্ক। মারনাস লাবুশেইনের ক্যাচ বানিয়ে ফেরান শুবমান গিলকে। গিল শুন্য হাতে ফিরলেও দুই অঙ্ক স্পর্শ করেন অপর ওপেনার অধিনায়ক রোহিত শর্মা। ১৫ বলে ১৩ রান করা রোহিতকেও ফেরান স্টার্ক, এদফায় ক্যাচ নেন স্টিভ স্মিথ।

ওয়াংখেড়েতে গোল্ডেন ডাকের স্বাদ পাওয়া সুরিয়াকুমার যাদব বিশাখাপাটনামেও গোল্ডেন ডাকের স্বাদ পান। দলের রান পঞ্চাশ ছোয়ার আগে ফেরেন লোকেশ রাহুল (৯) ও হার্দিক পান্ডিয়াও (১)।

সেখান থেকে ভারত ১০০ এর গন্ডি পার করে ভিরাট কোহলি (৩১), রবীন্দ্র জাদেজা (১৬) ও আক্সার প্যাটেলের (২৯*) ব্যাটে চড়ে। ২৬ ওভারে ১১৭ তেই অলআউট হয় স্বাগতিকরা।

অস্ট্রেলিয়ার পক্ষে ৮ ওভারে ৫৩ রান খরচে ৫ উইকেট নেন মিচেল স্টার্ক। এছাড়া শন অ্যাবট ৩ ও নাথান এলিস ২ উইকেট নেন।

ছোট লক্ষ্য টপকাতে যেনো বেশি সময় ব্যয় করতে চায়নি অস্ট্রেলিয়ার দুই ওপেনার। ট্রাভিস হেড ও মিচেল মার্শ মারমুখী ব্যাটিং করে ১১ ওভারেই দলের জয় নিশ্চিত করে ফেলে।

৩০ বলে ১০ চারে ৫১ রান করে অপরাজিত থাকেন ট্রাভিস হেড। ৩৬ বলে ৬ টি করে চার ও ছয়ে ৬৬ রান করে অপরাজিত থাকেন মিচেল মার্শ।

দাপুটে বোলিংয়ে ভারতের ব্যাটিং লাইনের কোমর ভেঙে দেওয়া মিচেল স্টার্ক হন ম্যাচসেরা।

৯৭ ডেস্ক

Read Previous

টেস্ট না খেলে আইপিএলে যাওয়ার সিদ্ধান্ত সাকিব-লিটনের

Read Next

তানভীরের স্পিন ভেল্কির পর বিজয়ের ফিফটিতে আবাহনীর জয়

Total
0
Share