টেস্ট না খেলে আইপিএলে যাওয়ার সিদ্ধান্ত সাকিব-লিটনের

নয়া টেস্ট অধিনায়ক সাকিব, ডেপুটি লিটন
Vinkmag ad

সাকিব, লিটন আইপিএলের জন্য এনওসি (নো অবজেকশন সার্টিফিকেট) চেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে। তারা খেলতে চান না আইরিশদের বিপক্ষে একমাত্র টেস্ট। বিসিবির অনাপত্তিপত্র মিললেই কোলকাতা নাইট রাইডার্সের হয়ে প্রথমবারের মতো আইপিএল মাতাতে যাবেন লিটন।

৪ এপ্রিল থেকে ঢাকায় শুরু হচ্ছে আয়ারল্যান্ডের বাংলাদেশ সফরের একমাত্র টেস্ট। এই টেস্টে খেলতে চান না অধিনায়ক সাকিব আল হাসান। কারণ আইপিএল শুরু হচ্ছে ৩১ মার্চ থেকে। ১ এপ্রিল মোহালিতে পাঞ্জাব কিংসের বিপক্ষে কোলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচ।

বাংলাদেশের দুই স্টার একই দলে। শুরু থেকেই কোলকাতা শিবিরে থাকার জন্য সাকিব, লিটন আইরিশদের বিপক্ষে টেস্ট না খেলার সিদ্ধান্ত নেন। বিসিবিকেও তারা জানিয়েছেন চিঠি দিয়ে।

বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস সাকিব-লিটনের আইপিএল এনওসি ইস্যুতে রোববার গণমাধ্যমের সামনে বলেছেন,

‘আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের বদলে তারা আইপিএল খেলার জন্য ছুটির আবেদন করেছে। আমরা তাদের কাছ থেকে চিঠি পেয়েছি। অনাপত্তিপত্র (এনওসি) দেওয়া হবে কিনা এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।’

৯৭ প্রতিবেদক

Read Previous

কনভোকেশনে আপ্লুত গ্র্যাজুয়েট খন্দকার সাকিব

Read Next

৩০০ বলের খেলায় ২৩৪ বল হাতে রেখেই জিতল অস্ট্রেলিয়া

Total
0
Share