কনভোকেশনে আপ্লুত গ্র্যাজুয়েট খন্দকার সাকিব

received 649641260305488
Vinkmag ad

সাকিব আল হাসান যেন দ্রুতগতির বুলেট ট্রেন। মুহূর্তে মুহূর্তে পাল্টান লোকেশন, সময়ের সঙ্গে বদলান চরিত্র। ক্রিকেট বিশ্বে নানা সব অর্জনের মাঝে থাকা সাকিব এবার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি অর্জন করলেন। দীর্ঘ অপেক্ষার পর ক্রিকেটের বিশ্বসেরা সাকিব এখন গ্র্যাজুয়েট। কনভোকেশনে এসে হয়েছেন আপ্লুত।

সমাবর্তনের মাধ্যমে সাকিব হাতে পান তাঁদের শিক্ষাজীবনের বহুল আকাঙ্ক্ষিত সনদ। এই দিনে পরনে কালো গাউন, হুড আর চার কোনা টুপি পড়ে সাকিব বলেন, ‘সমাবর্তনের টুপিটা আমার কাছে টেস্ট অভিষেকের ক্যাপ পাবার মতোই।’

খন্দকার সাকিব আল হাসান, আইডি নম্বর ০৯-১৪১৭৭-২। এই নাম এবং আইডি সঙ্গে নিয়েই সাকিব শেষ করেছেন তার শিক্ষা জীবন। ২০০৯-১০ সেশনে বিবিএ ফ্যাকাল্টিতে ভর্তি হন সাকিব। ক্রিকেট নিয়ে হাজারো ব্যস্ততার মাঝে সাকিব শেষ করেছেন তার স্নাতক অধ্যায়।

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আজ আয়োজিত হওয়া ২১তম সমাবর্তন থেকে গ্র্যাজুয়েশন সনদ পান সাকিব। আগের দিন আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিলেটে ম্যাচজয়ী পারফরম্যান্স করে রাতের ফ্লাইটেই আসেন ঢাকায়। আজ উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের কনভোকেশনে।

গ্রাজুয়েশনের আনুষ্ঠানিক ডিগ্রি পেয়ে আপ্লুত সাকিব আল হাসান বক্তব্য দিতে স্টেজে উঠে বলেছেন,

‘অনেক বছর হয়েছে আমার ক্রিকেট খেলার, তখনও আম্মা যখন ফোন করতো, জিজ্ঞেস করতো যে পড়াশোনার কী অবস্থা। আজকে আমি খুবই খুশি, খুবই আনন্দিত ও গর্বিত যে, অবশেষে আমার স্বপ্ন পূরণ হলো। খেলার মাঠে হয়তো বেশি কিছু অর্জন আছে আমার, তবে এটা সবসময় আমার স্বপ্ন ছিল।’

‘খুব বেশি কিছু বলার নেই। সবাইকে দেখে খুব ভালো লাগছে। আশা করি সবার জীবন সামনে এগিয়ে যাবে। শুধু একটা কথাই বলবো, যখন আপনারা স্বপ্ন দেখবেন, স্বপ্নটা বড় দেখবেন। লক্ষ্য নির্ধারণ করে সততার সাথে কাজ করবেন, আমি নিশ্চিত আপনাদের সবার স্বপ্ন পূরণ হবে। আমরা সবাই বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাবো।’

৯৭ ডেস্ক

Read Previous

পিএসএলে ইতিহাস গড়লেন ইহসানউল্লাহ, মুলতান সুলতান্সের জয়জয়কার

Read Next

টেস্ট না খেলে আইপিএলে যাওয়ার সিদ্ধান্ত সাকিব-লিটনের

Total
0
Share